শেষ আপডেট: 31st July 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট। সর্বভারতীয়স্তরে বিজেপিকে ঠেকাতে ২৬টি দল নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ইন্ডিয়া জোট (India)। সেই জোটের সরকার ক্ষমতায় এলে বিজেপির প্রতিটি কেসের বিচার হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তৃণমূলের অভিযোগ, একুশের বিধানসভা ভোটে বাংলা দখল না করতে পেরে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়া হয়েছে। অন্য রাজ্যের মতো বাংলাতেও সরকার ভেঙে ফেলার চক্রান্ত করা হয়েছে। ভোটে জিততে না পেরে রাজ্যের মানুষকে বিপদে ফেলতে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অনুদান। অন্যদিকে উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সেখানে কোনও তদন্ত টিম পাঠাচ্ছে না কেন্দ্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, ক্ষমতায় এলে এসবেরও তদন্তের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভা অধিবেশন শুরুর পরই ডেঙ্গি ইস্যুতে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব হয় বিজেপির বিধায়কেরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান মিথ্যে বলে দাবি করে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপির বিধায়কেরা। পরে আবাস যোজনা (Housing Scheme) থেকে সংখ্যালঘু উন্নয়ন (Minority Development) একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়ে একাধিক তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
সেখানেই বিরোধী বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর শ্লেষ, 'বাংলা এগোচ্ছে আর আপনারা রাগে লুচির মতো ফুলছেন। শোনার জন্য ধৈর্য্য রাখুন।' কখনও বা বলেছেন, 'আমরা গিরগিটির দল নই, আমরা টিকটিকির দল নই, আমরা ঘেউ ঘেউ করার দল নই। আমরা মা মাটি মানুষের দল।' মণিপুর ইস্যুতে বিজেপির নিন্দা করে বলেছেন, 'আপনাদের কাজ বেটি হাটাও, বেটি বাঁচাও নয়।'
এদিন বিধানসভার অলিন্দে মুখ্যমন্ত্রীর মুখে একাধিকবার 'জয় বাংলা, জয় ইন্ডিয়া' শ্লোগানও শোনা গিয়েছে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা গত দু’বছরে একাধিকবার তৃণমূলের সরকার ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। তারই পাল্টা হিসেবে এবার বিধানসভার অলিন্দ থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে তৃণমূল নেত্রী বোঝাতে চেয়েছেন, বিজেপির সরকারের দিন ফুরিয়ে আসছে।
আরও পড়ুন: নওসাদের উদ্দেশে মমতা: লজ্জা করে না বিজেপির টাকায় গুলি চালান