শেষ আপডেট: 4th September 2023 09:31
দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির (Corruption in school uniform scheme) অভিযোগে এবার জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (CHC ordered to investigate DM)।
সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মামলাকারী অভিযোগ করেন, গোপালপোখর-১ নম্বর ব্লকে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম বিতরণ সংক্রান্ত ওই প্রকল্পের দায়িত্বভার ছিল মিলনমেলা মহাসংঘ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর ওপর। অভিযোগ, ওই প্রকল্প বাবদ সরকারের কাছে ৮.৮ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর একদিনে ওই টাকা এমন ব্যক্তিদের দিয়ে দেওয়া হয়েছে যারা পোশাক তৈরি বা ওই ধরনের কারবারের সঙ্গে যুক্তই নয়। পাশাপাশি এত টাকা বরাদ্দ পাওয়ার পরও কোন স্কুল ইউনিফর্ম ওই স্বনির্ভর গোষ্ঠীটি সরবরাহ করেনি।
মামলাকারীর আরও দাবি বিষয়টি নিয়ে জেলাশাসক, বিডিও, সার্কেল ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সহ তদারকির দায়িত্বে থাকা একাধিক সরকারি আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।
এই অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনায় উত্তর দিনাজপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই প্রকল্প সংক্রান্ত অভিযোগ নতুন করে জেলাশাসকসহ সমস্ত তদারককারী সংস্থার কাছে পাঠাতে হবে মামলাকারীকে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আট সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে জেলাশাসককে।
আরও পড়ুন: এজেন্সিকে ভয় পাবেন না, আমার পরিবারকেও হয়রান করছেন, শিল্পপতিদের বললেন মুখ্যমন্ত্রী