কেন্দ্রের ইলেট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
শেষ আপডেট: 9th April 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের ইলেট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দেওয়া সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি’কে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রী রাজীব এবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরম আসনে লড়াই করছেন। তাঁর প্রধান প্রতিপক্ষ কংগ্রেস নেতা শশী তারুর।
নির্বাচনে মনোনয়নপত্র পেশের সঙ্গে প্রার্থীর নিজের এবং পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব পেশ করতে হয়। রাজীব চন্দ্রশেখর স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২৫ কোটি টাকা সম্পত্তির হিসাব পেশ করেছেন। তাতে তিনি জানিয়েছে, ২০২১-’২২ আর্থিক বছরে তাঁর করযোগ্য আয়ের পরিমাণ ছিল মাত্র ৬৮০ টাকা। ওয়াকিবহাল মহলের খবর, কোনও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি নিয়ে এই জাতীয় অভিযোগ এবং তদন্তের নির্দেশের নজির নেই।
মনোনয়নপত্রের সঙ্গে মন্ত্রীর হলফনামা আকারে পেশ করা আর্থিক খতিয়ান নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, মন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি আয় ও সম্পত্তি গোপন করেছেন। কংগ্রেসের সোমবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অর্থমন্ত্রকের অধীনে থাকা সিবিডিটি-কে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।
জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনে প্রার্থীরা কোনও ধরনের িমথ্যা তথ্য দিতে পারবেন না। নির্বাচনী আইনে মিথ্যা তথ্য প্রদানের জন্য কমপক্ষে ছয়মাস কারাবাস হতে পারে।