শেষ আপডেট: 25th October 2023 17:09
দ্য ওয়াল ব্যুরো: গত বছর পশ্চিমবঙ্গ সিআইডির তিন অফিসারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মুম্বইয়ের ওরলি থানায় এফআইআর দায়ের করেছিলেন ব্যবসায়ী জিতেন্দ্র নাভলানি। মুম্বইয়ের পুলিশের হাত থেকে ওই মামলার তদন্তভার গ্রহণ করল সিবিআই। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি খবরের লিঙ্ক দিয়ে বিরোধী দলনেতার দাবি, “মুম্বইয়ের ওই ব্যবসায়ী তোলাবাজির মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি এবং এডিজিপি-র নামও বলেছিলেন।“ অবশেষে মহারাষ্ট্রের সরকার ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার অপরাধীরা দ্রুত শাস্তি পাবে বলেও এক্স হ্যান্ডেলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।
The investigation regarding the FIR which was earlier filed against WB CID Officers; Rajarshi Banerjee, Sumit Banerjee & others for Extortion on the basis of the complaint made by one Businessman Jitendra Navlani at the Worli Police Station; Mumbai, alleging that 3 WB CID &…
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 25, 2023
রাজ্য পুলিশের কর্তাদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে শুভেন্দুর খোঁচা, “আপনি যত উঁচুতে থাকুন না কেন, আইন সর্বদা আপনার উপরে! দেরিতে হলেও আইন কাউকে ছেড়ে কথা বলে না।’
ঘটনার সূত্রপাত, গত বছরের নভেম্বরে আসানসোলের রানিগঞ্জ থানা এলাকায় সিআইডি ও রাজ্য পুলিশের চার আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন মুম্বইয়ের এক পানশালার ব্যবসায়ী জিতেন্দ্র নাভলানি। ওরলি থানায় দায়ের করা অভিযোগে ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, ব্যবসার ৩৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশ মাঝপথে তাঁদের ধরে। এবং থানায় নিয়ে আসার মাঝে ২০ লক্ষ টাকা গায়েব করে দেয়।
অভিযোগ, থানায় অভিযোগ জানানোয় পানশালার মালিক ও তাঁর স্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। ওই মামলাতেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই হাইকোর্ট। যদিও এবিষয়ে এরাজ্যের পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।