শেষ আপডেট: 22nd April 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক বৃদ্ধ দম্পতির দেহ। এই ঘটনাকে ঘিরে শোরগোল ছড়িয়ে পড়েছে ক্যানিং থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রঞ্জিত বন্দ্যোপাধ্যায় (৭৭) ও কবিতা বন্দ্যোপাধ্যায় (৭৫)। দুটি দেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি।
দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতে ১ নম্বর দিঘিরপাড় মিলন সংঘ ক্লাবের কাছে রঞ্জিতবাবুদের বাড়ি। স্ত্রী কবিতাকে নিয়ে থাকতেন। দুই ছেলে বাইরে চাকরি করেন। রঞ্জিতবাবু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তবে বর্তমানে বিভিন্ন বাড়িতে পুজো করতেন।
প্রতিবেশীরা জানান, বড় ছেলে চিরঞ্জিত উত্তর ২৪ পরগনার বারাসত থাকেন এবং ছোট ছেলে বিল্টু থাকেন কলকাতায়। গত দুদিন ধরে বাবা-মার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না চিরঞ্জিতবাবু। একটা সময় পরে মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়।
তাই বাবা-মায়ের খবর নিতে রবিবার সন্ধেয় বাড়ি গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছতেই দেখেন, বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। ভিতর থেকে গেটেও তালা লাগানো রয়েছে। অনেকক্ষণ ডাকাডাকি করেন। কোন সাড়া শব্দ না পেয়ে, বৃদ্ধ বাবা-মা ঘুমাচ্ছেন ভেবে কাছেই পিসির বাড়িতে চলে যান। সেখানে রাত কাটান।
সোমবার সকালে বাবা মায়ের সঙ্গে দেখা করতে ফের বাড়িতে যান চিরঞ্জিত। তখনও ডাকাডাকি করলেও বাবা-মায়ের কোনও সাড়া পাননি। চিরঞ্জিতবাবুর উদ্বেগ বেড়ে যায়। কোনও রকমে দরজা ভেঙে তিনি ঘরে ঢোকেন। দেখেন, বাবার দেহ পড়ে রয়েছে বিছানায়। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতেই পড়ে রয়েছেন মা। তড়িঘড়ি থানায় খবর দেন তিনি।
পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ওই বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।