শেষ আপডেট: 17th September 2024 12:15
দ্য ওয়াল ব্যুরো: আতসবাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ! উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নৌশেরায় মৃত্যু ৫ জনের। সোমবার রাতের দুর্ঘটনায় ইতিমধ্যে আহতের সংখ্যা বেড়ে ৭। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই এলাকার কমপক্ষে ১০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। কিন্তু কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ আতসবাজির গোডাউনে আগুন লাগে। এরপরই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই গোডাউনের ছাদ উড়ে যায়। ধসে পড়ে দেওয়ালও। সেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েই মৃত্যু হয় ৫ জনের। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। তবে ধ্বংসস্তুপ সরিয়ে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ৫ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি, নৌশেরা এলাকা আতসবাজি তৈরির জন্য বেশ পরিচিত। আগেও এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটলেও এতবড় দুর্ঘটনা এই প্রথম। পুলিশ সূত্রে খবর, ওই গোডাউনে বেআইনি বাজি মজুত করা হচ্ছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিস্ফোরণের জেরে যোগীরাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।