সুদীপ্ত রায়
শেষ আপডেট: 12th September 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: ‘সামান্য কিছু বিষয় জানতে এসেছিলেন। প্রশ্নের উত্তর পেয়ে চলে গিয়েছেন তদন্তকারীরা।’-- বৃহস্পতিবার সিবিআই হানা প্রসঙ্গে স্পষ্ট জানালেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।
এদিন বিধায়ক এবং আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সিঁথির মোড়ের বাড়ি ও তাঁর নার্সিং হোমে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি জানান, আমার নার্সিং হোমে বেনিয়ম বা দুর্নীতির কোনও প্রশ্নই নেই। তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত।
৯ অগস্ট অর্থাৎ ঘটনার দিন তিনি আরজি কর হাসপাতালে গিয়েছিলেন সেকথা স্বীকার করে সুদীপ্ত জানান, ‘ওই দিন আরজি করে গিয়েছিলাম। রাত ১০টা নাগাদ মেডিক্যাল কাউন্সিলের বৈঠক সেরে ফিরে আসি। তবে এমন মর্মান্তিক ঘটনায় আমি স্তম্ভিত, বলার কোনও ভাষা নেই।’
এছাড়া সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের জবাবে তৃণমূলের ডাক্তার বিধায়ক বলেন, ঘটনার দিন সকালে সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর একাধিকবার ফোনে কথা হয়। কিন্তু শুধুমাত্র ওইদিনের বৈঠকের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মূলত, সন্দীপের সঙ্গে কথোপকথনের সূত্র ধরেই এদিন সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিং হোমে তল্লাশি চলে। তবে এদিন আরজি কর হাসপাতালের সঙ্গে তাঁর যোগাযোগ যে বহু পুরনো সেকথা মনে করিয়ে সুদীপ্ত বলেন, এমন ঘটনা ভাবা যায় না। আরজি কর হাসপাতালের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের হলেও দুর্নীতির বিষয় একেবারেই মেনে নেওয়া যায় না।
আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অভিযোগ করেন, এক প্রভাবশালীর নার্সিংহোমে হাসপাতাল থেকে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করা হত। সেই অভিযোগের ভিত্তিতে এবার সুদীপ্তের নার্সিংহোমে তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকদের।