শেষ আপডেট: 3rd November 2023 13:02
দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, শিবজ্ঞানে জীবসেবার কথা। এইচসিএল কর্তার নামই শিব!
বৃহস্পতিবার এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপির ২০২৩ সালের তালিকা প্রকাশ হয়েছে। তাতে দেখা গিয়েছে, এক বছরে এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদার দাতব্য করেছেন ২০৪২ কোটি টাকা। অর্থাৎ প্রতি দিন গড়ে ৫.৬ কোটি টাকার দাতব্য করেছেন তিনি।
মাদ্রাজে স্বচ্ছল পরিবারে জন্ম শিবের। স্বাধীনতার আগে জন্ম হলেও, তাঁর প্রথাগত পড়াশুনার সুযোগ ও সুবিধা দুইই ছিল। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা থেকে কর্মজীবন শুরু করেছিলেন। তার পর অচিরেই তৈরি করে ফেলেন নিজের প্রযুক্তি সংস্থা। মূলত শিক্ষা, শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে দাতব্য করেছেন শিব নাদার।
এ বছরের দাতব্যের তালিকায় রয়েছেন ২৪ জন। শীর্ষ দশ জন হলেন, শিব নাদার, আজিম প্রেমজি, নন্দন নিলেকানি, রোহিনী নিলেকানি, নিতিন ও নিখিল কামাত, সুব্রত বাগচি, সুস্মিতা ও এএম নায়েক।
শিব নাদারের পরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উইপ্রোর সহ প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। তিনি এক বছরে দান করেছেন ১৭৭৪ কোটি টাকা। অর্থাৎ প্রতি দিন গড়ে ৪.৮৬ কোটি টাকা দাম করেছেন এই শিল্পপতি।
হুরুন ইন্ডিয়া যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে সাত জন হলেন মহিলা। তাঁদের মধ্যে আবার শীর্ষে রয়েছেন রোহিনী নিলেকানি। তিনি রোহিনী নিলেকানি ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা। রোহিনী দান করেছেন ১৭০ কোটি টাকা।
এডেলগিভ ফাউন্ডেশনের সিইও নাগমা মুল্লার কথায়, রোহিনী আসলে অনেকের কাছেই অনুপ্রেরণা। তাঁকে দেখে নিঃশব্দে বহু মহিলা শিল্পপতি দাতব্য করতে এগিয়ে এসেছেন। যেমন থার্মাক্সের অনু আগা ২৩ কোটি টাকা দান করেছেন। একই অঙ্ক দান করেছেন লীনা গান্ধী তিওয়ারি।
জিরোদার সহ প্রতিষ্ঠাতা নিখিল ও নিতিন কামাত দান করেছেন ১১০ কোটি টাকা। তাঁরা উষ্ণায়নের মোকাূিলা ও পরিবেশ সংরক্ষণের জন্য ওই টাকা দান করেছেন।
এডেলগিভ হুরুন ইন্ডিয়া প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে। যে সব ব্যক্তি ও পরিবার দাতব্য তথা সামাজিক দায়বদ্ধতা পালনে বিপুল পরিমাণ দান করেছেন তাঁদের ওই তালিকায় রাখা হয়। এডেলগিভের মতে, এটা শুধু তাঁদের স্বীকতি দেওয়া নয়, এই তালিকা আরও অনেক মানুষকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। সেই কারণেই এখন নতুন প্রজন্মও আরও বেশি করে দাতব্য করতে এগিয়ে আসছে।