শেষ আপডেট: 11th August 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরের কতর্ব্যরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় তোলপাড় সারা দেশের চিকিৎসক সংগঠনে। ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে সারা দেশের প্রতিটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু করার দাবি শনিবার জানিয়েছিল ন্যাশনাল মেডিক্য়াল অর্গানাইজেশন।
ঘটনার প্রতিবাদে এবার সোমবার দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।
সোমবার দেশের হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। সংগঠনের তরফে জানানো হয়েছে, সোমবার দেশের যে সব হাসপাতালে ‘ইলেক্টিভ সার্ভিস’ অর্থাৎ অস্ত্রোপচার-সহ বিভিন্ন পরিষেবা, তা বন্ধ রাখা হবে। ফলে ওই দিন আগে থেক যাদের অস্ত্রোপচারের তারিখ ঠিক করা ছিল, তা হবে না।
বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকর হাসপাতালের ভেতরেই নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় এক ডাক্তারি পড়ুয়াকে। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দোষীর কঠোর শাস্তি, নিরাপত্তা-সহ বিভিন্ন দাবিতে শনিবারের পাশাপাশি রবিবারও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠনও। এবার একই পথে হাঁটতে চলেছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনও।
ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের মতে, দিল্লির নির্ভয়া কাণ্ডের চেয়েও এই ঘটনা নৃশংস। প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালে রাজধানী দিল্লির চলন্ত বাসে একটি মেয়েকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল। তাঁদের কথায়, আরজিকরে যা ঘটল, তারপরে তো চিকিৎসকদের কাছে তাঁদের কর্মস্থলও নিরাপদ নয়।