শেষ আপডেট: 8th September 2024 08:20
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার-সহ তিন পদস্থ পুলিশ কর্তার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপির অপসারণ চেয়ে লালবাজারে রাতভর ঘেরাও অবস্থান করেছেন আন্দোলনকারীরা। পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ এনেছেন নির্যাতিতার বাবা-মা।
এমন পরিস্থিতিতে আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন শাসকদলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের কথায়, "পুলিশের কিছু ভুল নিশ্চয়ই রয়েছে।
ভুল না করলে মানুষের এত ক্ষোভ বাড়ত না।"
নিজের বক্তব্যের সপক্ষে হুমায়ুন টেনে আনেন, ১৪ অগস্ট মধ্যরাতে আরজি করে হামলার প্রসঙ্গ। একই সঙ্গে তিনি বলেন, "পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করল। পরে দেখা গেল ধর্ষণ করে খুন। এদিকে হাসাপাতালের তরফে প্রথমে বলা হয়েছিল, আত্মহত্যা। যেহেতু পুলিশ তদন্ত করে তাই সব দোষ কিন্তু পুলিশের ঘাড়েই চেপে যাচ্ছে।"
একই সঙ্গে তিনি বলেন, "কলকাতা পুলিশে অনেক দক্ষ অফিসার রয়েছেন। অনেক ভালভাবে তদন্ত হতে পারত।"
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে প্রায় প্রতিদিনই নিত্য নতুন এলাকায় সংগঠিত হচ্ছে প্রতিবাদ। হাসপাতাল কর্তৃপক্ষর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে স্পর্শকাতর এই বিষয়ে মন্তব্য না করার জন্য কয়েকদিন আগেই দলের নেতা, কর্মীদের সর্তক করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারই মধ্যে ডেবরার তৃণমূল বিধায়কের মন্তব্যে নতুন করে অস্বস্তি শাসক শিবির।