হুমায়ুন কবির-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 8th September 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এবার প্রকাশ্য সভা থেকে জেলা প্রশাসনকে নাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রবিবার ভরতপুরে যোগদান সভা। কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৯ জন পঞ্চায়েত সদস্য ও একজন উপপ্রধান। সেখানেই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে নেন ভরতপুর ২ নম্বর প্রাক্তন ব্লক সভাপতি আজহারউদ্দিন সিজার ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
যোগদান মঞ্চ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সবর হন হুমায়ুন। ভরতপুর ১ নম্বর ব্লকের বর্তমান ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম কার্জনের নাম না করে বলেন, "কেউ কেউ ভাবছে ভরতপুর থানা নাকি তাঁর পকেটে আসছে। থানার ভয় দেখাচ্ছে। আমি ভারতপুর ওয়ার্ডের সেই নেতাদের বলছি। আমাদের নিয়ে বেশি খেলতে যাবে না। গোটা ভরতপুর থানা কেন গোটা জেলা প্রশাসনকে কীভাবে নাড়িয়ে দিতে হয়, সে হুমায়ুন কবির জানে।"
এরপরেই হুমায়ুন বলেন,"সিপিএম ছিল তখন আমাদের বিক্ষোভ, আমাদের আন্দোলনে অনেক ওসির পরিবর্তন হয়েছে। অনেক বিডিও, ডিএম, এসপির পরিবর্তন করেছি। এখন শাসকদলে আছি। উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়বে বলে কখন কখন অনেক সিভিক ভলান্টিয়ারের হুমকি চুমকি আমাদের শুনতে হচ্ছে। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষ থাকুন। গাইডলাইন মেনে কাজ করুন।"
এদিন শালার এলাকা থেকে একটি বিশাল বাইক মিছিল হয়। শেষ হয় ভরতপুর বাস স্ট্যান্ড এলাকায়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ভরতপুর-২ এর প্রাক্তন ব্লক সভাপতি তথা তৃণমূল নেতা আজহারউদ্দিন সিজার সহ ভরতপুর বিধানসভা তৃণমূলের নেতারা।