শেষ আপডেট: 10th May 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। এ ব্যাপারে কমিশনের কাছে আগেই অভিযোগ জানিয়েছিল বিজেপি।
সূত্রের খবর, তারই ভিত্তিতে হুমায়ুনকে শুক্রবার শোকজ করেছে কমিশন। আগামী ১৩ মে দুপুর ১২টার মধ্যে তৃণমূল বিধায়ককে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
কমিশন সূত্রের খবর, গত ১ মে হুমায়ুনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। বিজেপির অভিযোগ, সেদিন মুর্শিদাবাদের শক্তিপুর সবজি মার্কেটে এক সভায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে কুকথা বলেছিলেন। ভোট মিটলে এলাকার বিজেপির নেতা কর্মীদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন।
সেই সময় ওঠা অভিযোগ সম্পর্কে হুমায়ুন বলেছিলেন, ‘‘আমার দলকে আক্রমণ করলে, কর্মীদের সুরক্ষিত করার অধিকার আমারও আছে।’’ তবে কমিশনের শোকজের বিষয়ে এদিন হুমায়ুনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।