শেষ আপডেট: 19th July 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলি জেলা হাসপাতালে একই দিনে সিজার হওয়া সংকটজনক পাঁচ প্রসূতির একজনের মৃত্যু হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে। এখনও আশঙ্কাজনক অবস্থায় তিনজন ভর্তি কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে। একজনের চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। কী কারণে এমন হল তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য দফতর।
চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে হুগলির বাইরে থেকেও বহু রোগী আসেন। কী কারণে একসঙ্গে পাঁচজন প্রসূতি সিজারের পর অসুস্থ হয়ে পড়লেন খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। তিনি বলেন, "যে ডাক্তার সিজার করেছিলেন তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। কী কারণে প্রসূতিদের অবস্থার অবনতি হল, তা খতিয়ে দেখতে একটি এক্সপার্ট কমিটি তাঁদের মতামত দেবে। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত আছি।"
এক প্রসূতির আত্মীয় সেখ সজল বলেন, "গত সোমবার আমার ভাইয়ের স্ত্রীকে ভর্তি করেছিলাম। সম্পূর্ণ সুস্থ ছিল। লিফ্ট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছিল। রাতে জানানো হয় তাঁর অবস্থা খারাপ। তারপরে তাঁকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে যা যা বলেছে, রক্ত থেকে শুরু করে ইঞ্জেকশন, সব এনে দিয়েছি। সাত হাজার টাকা দামের ইঞ্জেকশনও কিনে দেই। তারপরও রোগীকে কলকাতায় রেফার করেছে। সেখান থেকে বলা হয়েছে কিডনির সমস্যা রয়েছে।"
হুগলি জেলায় ২০২২-২৩ সালে ৬২ জন প্রসূতির মৃত্যু হয়। ২৩-২৪ সালে মারা যান ৪২ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ১৭ জন প্রসূতির মৃত্যু হয়েছে।