শেষ আপডেট: 30th May 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হকারদের কাছে থেকে অন্যায়ভাবে জরিমানা আদায় করার অভিযোগ উঠে আসছিল ব্যান্ডেল আরপিএফের বিরুদ্ধে। দাবি মতো জরিমানা না দিলে জিনিসপত্র আটকে রেখে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে ব্যান্ডেল আরপিএফ অফিসে ক্ষোভ উগরে দিলেন হকাররা।
তৃণমূলের পতাকা নিয়ে তাঁরা বিক্ষোভে সামিল হয়। হকাদের অভিযোগ, বুধবার ১৭ জন হকারকে ব্যান্ডেল স্টেশন থেকে আটক করে আরপিএফ। তাঁদের কাছ থেকে ৮০০-৯০০ টাকা করে জরিমানা নেয়। এরপরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও জিনিসপত্র আটকে রেখে দেয় আরপিএফ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন হকাররা।
স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পীযূষ ধর আরপিএফ অফিসারদের সঙ্গে কথা বলেন। ওই তৃণমূল নেতা জানিয়েছেন, কয়েকশ হকার দীর্ঘদিন ধরে ট্রেনে হকারি করে রুজিরুটি চালান। চা-জল থেকে শুরু করে নানা ধরনের খাবার খুব অল্প পয়সায় বিক্রি করেন। তাতে তাঁদের সামান্য উপার্জন হয়। এরপরে আরপিএফ অন্যায়ভাবে জরিমানা করলে কিভাবে রোজগার চলবে তাঁদের?
পীযূষবাবুর আরও দাবি, হকারদের বিরুদ্ধে আরপিএফের আগেও ব্যবস্থা নিয়েছিল। সেই সময় আন্দোলন হয়েছিল। তারপর কিছুদিন এই সব বন্ধ থাকলেও আবার আরপিএফের ব্যবস্থা নিচ্ছে। হকারদের জিনিসপত্র আটকে রাখছে। এসব বন্ধ না হলে তীব্র আন্দোলন হবে।
ব্যান্ডেল আরপিএফ জানিয়েছে, অনেক সময়েই হকাররা মহিলা কামরা বা সংরক্ষিত এসি কামরায় উঠে পড়ে। যাত্রীরা কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনগতভাবে আরপিএফ ব্যবস্থা নেবে।