শেষ আপডেট: 5th July 2024 10:52
দ্য ওয়াল ব্যুরো: এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের হাথরাসে। সেই ঘটনায় স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল, কারা দিল সেই নিয়ে আলোচনা চলছে। তবে ঘটনায় ৬ জন গ্রেফতার হলেও সেই স্বঘোষিত ধর্মগুরু 'ভোলে বাবা' গ্রেফতার হননি। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার সকালে হাথরাস গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বার্তা, সরকারকে এর জবাব দিতে হবে।
শুক্রবার সকালে হাথরাসের উদ্দেশে বেরিয়ে প্রথমে আলিগড়ের পিলাখনা গ্রামে থামে রাহুল গান্ধীর কনভয়ে। পদপিষ্ট হয়ে নিহত হওয়া বেশ কয়েকজনের পরিবার থাকে এখানে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে তারপর হাথরাস যান লোকসভার বিরোধী দলনেতা। হাথরাস পৌঁছে শোকাহতদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। তাঁদের সকলের কথা মন দিয়ে শোনেন। এরপর জানান, সংসদে এই ইস্যু তুলে ধরবেন তাঁরা। বিজেপি সরকারের থেকে জবাব চাওয়া হবে।
রাহুলের স্পষ্ট কথা, ''আমি এটা নিয়ে কোনও রাজনীতি করতে চাই না। তবে প্রশাসনের যে একটা বড় ভুল রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। আমি চাইব রাজ্যের মুখ্যমন্ত্রীই যোগী আদিত্যনাথ ভুক্তভোগীদের সবদিক থেকে সাহায্য করুন।'' প্রসঙ্গত, পদপিষ্টের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে অধিকাংশ মহিলা এবং শিশু। দল কী কী ভাবে তাঁদের পরিবারকে সাহায্য করতে পারে, সেটা তিনি দেখছেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।
এতবড় ঘটনার পরও স্বঘোষিত ওই ধর্মগুরুর নামে সরাসরি কোনও মামলা দায়ের হয়নি। তবে হাথরাসের ঘটনার জন্য তিনি যে দায়ী তাতে কোনও সন্দেহ নেই, এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ। ঘটনার পর থেকেই এই ব্যক্তি অবশ্য 'বেপাত্তা'। কিন্তু পুলিশ ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে। অনুষ্ঠানের যারা আয়োজন করেছিলেন সেই প্যানেল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানে অনুমতি ওই প্যানেল নিয়েছিল। তারপর এই বিপর্যয়। সেই প্রেক্ষিতেই তাঁদের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এর মধ্যে এখনও 'ভোলে বাবা'র কোনও নাম আসেনি।
পুলিশ সূত্রে খবর, এই অনুষ্ঠানে ৮০,০০০ মানুষ আসার অনুমান করেছিল আয়োজকরা। কিন্তু পরে দেখা যায়, অন্তত আড়াই লক্ষ মানুষের ভিড় হয়। এদিকে অনুষ্ঠানে ঢোকা এবং বেরনোর জন্য মাত্র ২টি দরজার ব্যবস্থা ছিল। আর ভিড় নিয়ন্ত্রণে মাত্র ৭০ জন পুলিশ! কেন আগে থেকে আয়োজকরা কোনও ব্যবস্থা নিলেন না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দুর্ঘটনা যাঁদের জন্য হয়েছে তাঁদের কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি রাজ্য সরকার গঠিত উচ্চ পর্যায়ের এক কমিটি দুর্ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন।