শেষ আপডেট: 14th October 2024 22:32
দ্য ওয়াল ব্যুরো: দলীয় নেতার সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা দাবি করেছিলেন, আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার তাঁর তরফে প্রচারিত এক বার্তায়ও নিজেকে প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন আওয়ামী লিগ সভাপতি।
সোমবারই মহম্মদ ইউনুসের সরকার শেখ হাসিনাকে দেশ ছাড়া করার আন্দোলনে নেমে খুন, সরকারি সম্পত্তি ধ্বংস সহ যাবতীয় অপরাধে অভিযুক্তদের গণ ক্ষমা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে। এই প্রেক্ষাপটে সরকার বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনা নিয়ে তাঁর সরকারের পদক্ষেপ স্মরণ করিয়ে দিয়েছেন হাসিনা।
বিবৃতিতে তিনি বলেছেন, ১৫ জুলাই থেকে যে সব হত্যাকাণ্ড সংঘটিত হয় সেগুলির তদন্তের জন্য আমি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম। এই সকল ঘটনার তদন্ত করার জন্য, এবং জাতিসংঘের কাছে আমি এই সব হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটতরাজ সম্পর্কে তদন্ত করার জন্য সহযোগিতা চেয়েছিলাম। তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিটি তদন্ত কাজও শুরু করেছিল। কিন্তু জনাব ইউনুস অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে ক্ষমতা দখল করে জুডিশিয়াল কমিটির তদন্ত কাজ বন্ধ করে দেন।
এদিকে, হাসিনা দেশ ছাড়ার পর দলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা, হত্যার ঘটনা নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে আওয়ামী লিগ। তারা সন্ত্রাসের বিস্তারিত বিবরণ রাষ্ট্রসংঘের হাতে তুলে দিতে চায়।