শেষ আপডেট: 12th July 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ কাণ্ডের পর থেকে বেআইনি নির্মাণ রুখতে তৎপর হয়েছে পুরসভা। আর এই কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হচ্ছে পুরসভার আধিকারিকদের। এমনকী পুলিশের উপস্থিতিতেও আধিকারিকদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। এ ব্যাপারে এবার লালবাজারে চিঠি পাঠাল কলকাতা পুরসভা।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পুলিশের উপস্থিতিতেই পুরসভার সরকারি আধিকারিকরা হেনস্থার শিকার হচ্ছেন। আমরা পুলিশকে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।"
অনেকের মতে, বিষয়টি প্রকাশ্যে এনে ফিরহাদ এই বার্তাও দিতে চেয়েছেন, পুরসভা বেআইনি নির্মাণ ঠেকাতে তৎপর হলেও বহুক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার জেরে তা সম্ভব হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে স্থানীয়দের একাংশই বেআইনি নির্মাণে উৎসাহ জোগাচ্ছেন।
মেয়রের কথায়, "চিঠি পাঠানো হয়েছে। পুলিশ কী পদক্ষেপ করে দেখি। তারপরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
একই সঙ্গে শহরের বিভিন্ন সেতুর নীচে জবর দখল করে থাকা মানুষজনকে নাইট শেল্টারে পাঠানোর জন্যও লালবাজারকে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, শহরের বিভিন্ন জায়গায় নাইট শেল্টার তৈরি করে দেওয়া হয়েছে। যারা ব্রিজের নীচে কিংবা রাস্তায় থাকেন, তাঁদের সেখানে পাঠানোর জন্য পুলিশকে বলা হয়েছে। এতে শহর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে।