শেষ আপডেট: 10th July 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই দ্বিতীয় হাওড়া ব্রিজের উপরে একাধিক আইনজীবীকে হেনস্থা করে টাকা নেওয়ার অভিযোগে এক ট্রাফিক সার্জেন্ট বিরুদ্ধে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলা সংশ্লিষ্ট ট্রাফিক সার্জেন্টকে সতর্ক করেছিল আদালত।
ফের একইভাবে নাগরিক হেনস্থার অভিযোগ উঠল কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। এবার অভিযুক্ত জোড়া বাগান ট্রাফিক গার্ড। একজন শিক্ষককে বেআইনিভাবে জরিমানা করার অভিযোগ উঠেছে কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। বুধবার ওই শিক্ষকের আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হলে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতে ওই শিক্ষকের অভিযোগ, বেআইনিভাবে জরিমানার প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট পুলিশ কর্মী যেভাবে অকথ্য ভাষা ব্যবহার করেছেন এবং উদ্ধত আচরণ করেছেন। এরই প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে এ ব্যাপারে ট্রাফিক পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
এর আগে গত বছরের ডিসেম্বরে কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ফেসবুকে সরব হয়েছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সেখানে পুলিশের জরিমানার কিছু স্ক্রিনশট শেয়ার করে কলকাতা পুলিশকে 'কোল-পোল' সম্বোধনে কটাক্ষ করে অভিনেতা লেখেন, 'একটা প্যাটার্ন লক্ষ্য করলাম! বাকিদের সঙ্গে পর্যবেক্ষণটা ভাগ করতে চাই। ছবিতে কোল.পোল-এর আমাকে পাঠানো এসএমএস-এর স্ক্রিনশট রয়েছে। দেখুন কেমন পছন্দসই মাসে ১০টা থেকে ১২টা কেস দেবে বলে একটা নির্বোধ -কাঁচা- চাঁদাবাজির (এক্সটরশন নাকি অন্যকিছু বলে?!) বন্দোবস্ত করেছে কোল-পোল।'
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সেসময় ব্যাপক শোরগোলও হয়েছিল। ঋত্বিকের অভিজ্ঞতাকে সমর্থন জানিয়েছিলেন অনেকে। তবে তখনও কলকাতা ট্রাফিক পুলিশের পদস্থ কর্তাদের কারও প্রতিক্রিয়া মেলেনি।