শেষ আপডেট: 23rd June 2024 09:47
দ্য ওয়াল ব্যুরো: একাধিক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি, জনতা দল সেকুলারের (জেডিএস) নেতা প্রজ্বল রেভান্নাকে গত মাসে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে প্রজ্বলের ভাই সুরজকে গ্রেফতার করল কর্নাটক পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সুরজের বিরুদ্ধে শনিবার হাসন জেলার হোলেনরাসিপুরা থানায় যৌন হেনস্থা এবং প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ দায়ের করেছেন জেডিএস দলেরই এক কর্মী।
পুলিশের কাছে ওই কর্মীর অভিযোগ, গত ১৬ জুন নিজের বাগানবাড়িতে ডেকে সুরজ তাঁকে জোর করে চুম্বন করেন। এমনকী ঠোঁটে-গালে কামড়েও দেয়। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই কর্মী।
সুরজ কর্নাটক বিধান পরিষদের জেডিএস সদস্য। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি ৫ কোটি টাকা চেয়েছিলেন, না দেওয়াতেই মিথ্যে মামলায় ফাঁসানো হল।
যদিও পুলিশ সূত্রের খবর, সুরজের বিরুদ্ধে এর আগেও দলের এক পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এমনকী দলের এক পুরুষ কর্মী সুরজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছিলেন। অন্যদিকে প্রজ্বল-সুরজের বাবা তথা কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নায়ের বিরুদ্ধেও রয়েছে এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগ। আপাতত জামিনে মুক্ত রয়েছেন তিনি।