শেষ আপডেট: 26th June 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো এবারও ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে চিকিৎসক দিবস পালন করবে রাজ্য। একই সঙ্গে ওই দিন রাজ্যের সরকারি অফিসগুলিকে অর্ধছুটির ঘোষণাও করা হল।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্ব বিভাগ ছাড়া রাজ্যের বাকি সমস্ত দফতর ওই দিন দুপুর ২টোয় বন্ধ হয়ে যাবে। ফলে সপ্তাহের শুরুর দিনেই অর্ধছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।
প্রসঙ্গত, ১ জুলাই জন্মদিনের পাশাপাশি বিধান রায়ের মৃত্যু দিনও বটে। ফি-বারই বাংলার রূপকারকে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করে রাজ্য। অতীতে করোনার সময়ও বিধান রায়ের জন্মদিনে চিকিৎসকদের শ্রদ্ধা জানাতে অর্ধদিবস ছুটির ঘোষণা করেছিল রাজ্য।