শেষ আপডেট: 12th May 2023 11:49
দ্য ওয়াল ব্যুরো: গোটা ভারতের আনাচে কানাচে কত যে আলিবাবার চল্লিশ চোরের গুহা লুকিয়ে রয়েছে তা সঠিক ভাবে কেউই হয়তো বলতে পারবেন না। প্রায় রোজই অর্থনৈতিক দুর্নীতি দমন শাখা বা পুলিশ এক একটি বাড়ির দরজার সামনে গিয়ে হাঁক পারছে ‘খুল যা সিম সিম’, আর বেরিয়ে পড়ছে নগদে, অলঙ্কারে, কোটি কোটি টাকা, অসংখ্য জমি-ফ্ল্যাটের নথি, সার সার দামি গাড়ি। এবার সেরকমই এক গুহামুখ খুলে গেল মধ্য প্রদেশে (government officer arrested in mp)।
ভোপাল স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট-এর লোকযুক্ত শাখা, এমপি পুলিশ হাউজিং কর্পোরেশনে কর্মরত এক চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়রের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করল প্রায় সাত কোটি টাকার সম্পত্তি। যদিও সেই ইঞ্জিনিয়রের মাসিক বেতন ৩০ হাজার টাকা। আইনি পথে তাঁর যা রোজগার অভিযুক্ত তার ২৩২ গুণ আয় বেআইনি পথে করেছেন বলে দাবি লোকযুক্ত ভোপালের (corruption charge)।
হেমা মিনা নামের ওই ইঞ্জিনিয়রের বিরুদ্ধে ২০২০ সালে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন এসপি (লোকযুক্ত) মনু ব্যাস। অভিযুক্ত ইঞ্জিনিয়ার তাঁর বাবা রামস্বরূপ মিনার নামে ২০ হাজার বর্গ ফুটের একটি জমি কিনে যে বাড়িটি করেছেন তাঁর বাজার দর এক কোটি টাকার বেশি বলে জানান ব্যাস।
এতেই শেষ নয়। ভোপাল, রাইসেন এবং বিদিশাতেও তাঁর আরও সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে জানানো হয় লোকযুক্ত থেকে। সঙ্গে রয়েছে ৩০ লক্ষ টাকার টিভি এবং ট্রাক্ট্রর সহ চাষের বিভিন্ন যন্ত্রপাতি যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।
হেমা মিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর ডিএসপি সঞ্জয় শুক্লার নেতৃত্বে একটি তল্লাশি টিম গঠন করে বৃহস্পতিবার কাকভোরে তিনটি জায়গায় হানা দেয় লোকযুক্ত টিম।
২০১৪-র টেটে ৩৬ হাজারের নিয়োগ বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের