শেষ আপডেট: 13th November 2023 12:45
দ্য ওয়াল ব্যুরো: গাছের অপর নাম জীবন। একথা সকলে জানেন। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এবিষয়ে বারে বারে উষ্মা প্রকাশ করছেন পরিবেশবিদরা। গাছ লাগানোর জন্য ফি-বছরই বন দফতরের তরফে ঘটা করে অরণ্য সপ্তাহও পালন করা হয়।
অথচ সরকারি জমি থেকেই রাতের অন্ধকারে একের পর এক সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে। মুনাফার জন্য বেছে বেছে মুল্যবান সেগুন গাছগুলি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
ধূপগুড়ির কদমতলা থেকে জলঢাকা। পাঁচ কিমি দীর্ঘ এই রাস্তার দু’দিকে ছিল বহু মূল্যবান একাধিক সেগুন গাছ। সম্প্রতি শাসকদলের একাংশ নেতার মদতেই ওই সেগুন গাছ চুরি হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
বিজেপির স্থানীয় নেতা চন্দন দত্তর অভিযোগ, “তৃণমূলের একাংশ নেতার মদতেই সরকারি জমি থেকে সেগুন গাছ চুরি হয়ে যাচ্ছে।” কটাক্ষের সুরে তাঁর সংযোজন, “গরু, কয়লা, চাকরি, রেশনের পর এবার তৃণমূলের একাংশ নেতার নজরে বহু মূল্যবান সেগুন গাছ। আর সব দেখেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।”
গাছ চুরির সত্যতা স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফনীন্দ্রনাথ রায়। তবে বিজেপির আনা তৃণমূল-যোগের অভিযোগ উড়িয়ে তিনি বলেন, “কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে সরকারি জমি থেকে মূল্যবান সেগুন গাছ চুরি করে নিচ্ছে, এটা ঠিক। দুষ্কৃতীদের ধরতে আমরা নজরদারি শুরু করেছি। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ ঠিক নয়। আসলে বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে।”