শেষ আপডেট: 19th June 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতাতে দুটো বাড়ি পরপরই একটা করে ক্যাফে। তবে এই দৌড়ে উত্তর কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। এমনই এক সুন্দর ক্যাফের খোঁজ পাওয়া গেল উত্তর কলকাতার শোভাবাজার চত্বরের গ্রে স্ট্রিটে। ইউরোপীয়ান থিম, মৃদু আলো, কন্টিনেন্টাল খাবার, আরামদায়ক বসার জায়গা সব মিলিয়ে দুর্দান্ত এক পরিবেশ। ‘ক্যাফে বাই দ্য লেন’ এর বিশেষত্ব ক্যাফের ভিতরের সাজসজ্জা এবং ভালো মানের খাবার। দক্ষিণে এই ক্যাফের প্রচুর আউটলেট আছে তার মধ্যেই একটি হল শোভাবাজারের ক্যাফেটি।
জন লেনন থেকে বিটেলস হয়ে জ্যাজ, সব ধরনের মিউজিক চলছে সবসময়। সঙ্গে গাঢ় থিমের রং সঙ্গে আলোআঁধারির খেলা। ব্যাস আর কি চাই। ও হ্যাঁ, অবশ্যই খাবার চাই। খাবার নিয়ে তো কোনও কথা হবে। অবশ্যই খেয়ে দেখতে হবে চিজি চিলি চিকেন, গার্লিক ফ্রাইড রাইস, ফিশ মাঞ্চুরিয়ান উইথ ওয়াইন সস। ড্রিঙ্কসের মধ্যে রয়েছে এই গরমে খাওয়ার জন্য নানা রকমের মোহিতো যেমন, ভার্জিন মোহিতো এবং কোলা মোহিতো। এছাড়াও রয়েছে কিছু সিজেনাল অভিনব ড্রিঙ্কস যেমন, ডাব আমেরিকানো, নলেন গুড়ের তৈরি কফি।
শোভাবাজারের এই আউটলেটটি যিনি সামলায় অর্থাৎ লাবণ্য দত্তের সঙ্গে কথা বলে জানা গেল, ‘ক্যাফে বাই দ্য লেনের একটি আউটলেট অনেকদিন ধরেই উত্তর কলকাতায় খোলার ইচ্ছে ছিল তাঁদের। উত্তর কলকাতার মানুষজনকে যাতে ছুটে দক্ষিণ কলকাতাতে না যেতে হয় একটু অন্যরকম ভাইব পেতে তাই জন্যেই খোলা এই ক্যাফে’।
তাহলে এবার একদিন উত্তর কলকাতার ঘাট ঘুরে চলে যান ক্যাফে বাই দ্য লেনে আপনার প্রিয়জনদের সঙ্গে খানিকটা ভালো সময় কাটাতে।
কলকাতার মাঝে দার্জিলিঙের ছোঁয়া, সঙ্গে নানান স্বাদের চা আর কন্টিনেন্টাল খাবার