শেষ আপডেট: 1st July 2023 12:13
দ্য ওয়াল ব্যুরো: কম দামে নানা স্বাদের জিভে জল আনা প্ল্যাটার খেতে চান? আপনাদের জন্য তেমনই একটা ছোট্ট সুন্দর ক্যাফের খোঁজ নিয়ে এল দ্য ওয়াল। না না, আপনাকে এই ক্যাফেতে যাওয়ার জন্য দক্ষিণ কলকাতায় যেতে হবে না, উত্তর কলকাতার ব্যস্ততম জায়গা শ্যামবাজারে গেলেই পাবেন এই ক্যাফের খোঁজ। নাম ‘ফুডিস্তান’। শ্যামবাজার সিইএসসি অফিসের ঠিক পাশে একটু চোখ ঘোরালেই দেখতে পাবেন এই ক্যাফে।
মাত্র ১৪৯ টাকায় পেয়ে যাবেন সুস্বাদু মোমো প্ল্যাটার। যেখানে থাকবে দুটো স্টিম মোমো সঙ্গে থাকছে দুটো ফ্রায়েড মোমো এবং চার পিস প্যান ফ্রায়েড মোমো। পাবেন চিকেন টিক্কা পিৎজা, বার্বিকিউ চিকেন পিৎজা, ফিশ ফ্রাই, ক্রিস্পি চিলি বেবি কর্ন আরও অনেক কিছু। এছাড়াও আছে নানা রকমের দিল খুশ করা ড্রিঙ্কস। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা সরবতে চুমুক না দিলে কি আর খাওয়া কমপ্লিট হয়? ড্রিঙ্কসের মধ্যে পেয়ে যাবেন ভার্জিন মোহিতো, কোল্ড কফি, ওয়াটার মেলন রিফ্রেশার সহ অনেক কিছু। সবই কিন্তু খুবই কম দামে। ফুডিস্তানে খাবারের দাম শুরু মাত্র ৫৯ টাকা থেকে।
ক্যাফের থিম নিয়ে তো কোনও কথা হবে না। ছোট্ট জায়গা তবে সেখানেই সাজানো রয়েছে কলকাতার নানা প্রান্তের ছবি। এক দেওয়ালে নন্দন তো অন্য দেওয়ালে প্রিন্সেপ ঘাট। ভিতরের আলো ও সাজসজ্জা খুবই সুন্দর। ক্যাফের ভিতর একসঙ্গে বসতে পারবে ১২ থেকে ১৪ জন তাই প্রায় মানুষের লাইন লেগে যায় বাইরে।
আগামীকাল তাঁদের ১ বছরের বর্ষপূর্তি হিসেবে চলবে দারুন এক অফার। নির্ধারিত যে কোনও ১০টি খাবার পাওয়া যাবে মাত্র ৪৯ টাকায়। তাহলে আর ভাবছেন কি? আজকেই প্ল্যান করে ফেলুন আর কাল চলে যান এই সীমিত অফারের মজা নিতে।
আম দিয়েও হতে পারে নানা পদ, ফুচকা আর গুজিয়া শিখে নিন সেলেব্রিটি শেফের কাছে