শেষ আপডেট: 6th August 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো: অগস্টের প্রথম রবিবার মানেই পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার পালা (friendship day)। রবিবার সকাল থেকেই গোটা বিশ্বে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের বন্ধুদের। এবার সেই তালিকায় নাম লেখালেন শচীন তেণ্ডুলকরও (sachin tendulker)।
সেখানে অনেকের সঙ্গে দেখা যাচ্ছে কমবয়সি শচীনকেও। এই ছবি দিয়েই তিনি যেন ফিরে গেলেন বহু বছর আগে 'সাহিত্য সহবাস' আবাসনে থাকার দিনগুলিতে।
https://twitter.com/sachin_rt/status/1688084854175567872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1688084854175567872%7Ctwgr%5E3a6731402326d99a465fc9b12227e56a42f4cf1a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fsachin-tendulkar-celebrates-friendship-day-with-old-pic-of-him-with-his-friends-101691316500965.html
ছবির ক্যাপশনে শচীন লিখেছেন, 'সমস্ত গোলমালকে পাশে সরিয়ে রেখে আজ বন্ধুত্ব দিবস উদযাপনের পালা।' তাঁর জীবনের প্রথম এক দল বন্ধুকে তিনি যে এই সাহিত্য সহবাস আবাসন থেকেই খুঁজে পেয়েছিলেন সে কথাই লেখেন মাস্টার ব্লাস্টার।
নিজের বন্ধুদের দলের ছবি দেওয়ার পাশাপাশি তাঁর অনুরাগীদেরও শচীন আহ্বান করেছেন প্রিয় বন্ধুর সঙ্গে ছবি কমেন্টে শেয়ার করার জন্য। স্বাভাবিক ভাবেই শ্চীনের এই ডাকে সাড়া দিয়ে সারাদিন ধরেই নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
ফ্রেন্ডশিপ ডে-তে জোম্যাটো প্রধানের অভিনব উদ্যোগ, প্রশংসায় মজে নেটপাড়া