শেষ আপডেট: 6th August 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুত্বের (friendship day) আলাদা কোনও দিন হয় না। তবু অগস্টের প্রথম রবিবার মানেই আরও একবার প্রিয় বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ঝালিয়ে নেওয়ার পালা। ছোটবেলায় কার্ড, ফ্রেন্ডশিপ ব্যান্ড থেকে বড় হয়ে ভাগ করে নেওয়া সুখ দুঃখ, বন্ধুকে দেওয়া উপহারের মধ্যে সেরা উপহারের নাম অবশ্যই মুহূর্ত।
কার্ড
সেই স্কুলের দিনগুলো আরও একবার ফিরিয়ে আনার জন্য বন্ধুকে দিতেই পারেন 'ফ্রেন্ডশিপ ডে' কার্ড। অনেক দোকানে মিউজিক্যাল কার্ডও পাওয়া যায়, পছন্দসই কার্ডে বন্ধুর নাম লিখে উপহার দিলে সেই উপহার অমূল্য হয়ে থাকবে বন্ধুর কাছে।
চকলেট
দুই বন্ধুতে একসঙ্গে বসে আড্ডা দেওয়ার সেরা সঙ্গী চকলেট। ফলে, 'ফ্রেন্ডশিপ ডে'-তে এক বাক্স গোল বিদেশি চকলেটের বাক্স অথবা বন্ধুর প্রিয় চকলেট ব্র্যান্ডের একটি স্পেশাল প্যাক উপহার দেওয়া যেতে পারে এই বিশেষ দিনে।
ডিজিটাল ফটো ফ্রেম
বন্ধুর সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলির ছবি একসঙ্গে বাঁধিয়ে তৈরি করাতে পারেন ডিজিটাল ফটোফ্রেম। সেই ছবির ফ্রেম উপহার দিন বন্ধুকে, সুইচ টিপলেই পরপর ভেসে আসবে প্রিয় মুহূর্তগুলির ছবি। সঙ্গে জুড়ে দিতে পারেন বন্ধুর প্রিয় গানও।
সুগন্ধী
বন্ধুত্বের সুগন্ধ আরও একটু বেশি ছড়িয়ে দিতে বন্ধুকে উপহার দিন সুগন্ধী। প্রিয় ব্র্যান্ডের সুগন্ধী হতেই পারে বন্ধুত্ব দিবসের সেরা উপহার।
সানগ্লাস
বন্ধু ছেলে হোক বা মেয়ে, একটি সুন্দর ডিজাইনের সানগ্লাস উপহার হিসেবে দেওয়া যেতে পারে প্রিয় বন্ধুকে। পরে অনেক সময়ে এই সানগ্লাস বন্ধুর থেকে চেয়ে আপনিও পরে ছবি তুলতে পারেন। অবশ্য সেক্ষেত্রে বন্ধুর পিছনে লাগা বা খুনসুটি হজম করতে হতেই পারে, তবে বন্ধুত্বে এমন চলতেই থাকে।
বই
বন্ধুটি যদি বইপ্রেমী হয় তবে তাঁকে উপহার দেওয়া যেতে পারে সেই বই যা সে দীর্ঘ দিন ধরে পড়বে বলে ঠিক করেছিল তবে কিছুতেই কিনে ওঠা হচ্ছিল না। প্রিয় বন্ধুর থেকে প্রিয় বই উপহার পাওয়ার চেয়ে ভাল কিছু হয় না।
ঘড়ি
প্রিয় বন্ধুকে পছন্দসই ঘড়ি উপহার দেওয়া যেতে পারে। আগে যেমন ঘণ্টার পর ঘণ্টা গল্প করা যেত বন্ধুর সঙ্গে, ইদানীং সেই সময় কমে এলেও, বন্ধুর দেওয়া উপহার মনে করাবে সেই ফেলে আসা সময়ের কথা।
এমন বন্ধু আর কে আছে! পোষ্য কুকুরই হতে পারে আপনার প্রিয়তম সঙ্গী, জেনে নিন ৮ কারণ