শেষ আপডেট: 20th July 2024 09:51
দ্য ওয়াল ব্যুরো: এক ফোনেই বন্ধুত্ব, উষ্ণ আলিঙ্গন! খবরের কাগজ কিংবা ট্রেনে, বাসে বা জনবহুল এলাকার টয়লেটে এমন বিজ্ঞাপন হামেশাই চোখে পড়ে।
এমনই বিজ্ঞাপনের প্রলোভনে পা দিয়ে প্রতারিত হয়ে বেশ কয়েকজন রাজারহাট থানায় দায়ের করেছিলেন অভিযোগ। সেই অভিযোগের তদন্তে নেমেই রাজারহাটে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ডেটিং অ্যাপের মাধ্যমে রমরমিয়ে চলছিল ওই প্রতারণা চক্র। রাজারহাটের একটি চারতলা বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর মুভি ক্যামেরা, একাধিক সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ঘটনায় সংশ্লিষ্ট ডেটিং অ্যাপের তিন মহিলা -সহ চারজনকে আটক করা হয়েছে। সেই সূত্রে নিউটাউনের একটি ফ্ল্যাটেও তল্লাশি চালান তদন্তকারীরা।
স্থানীয় সূত্রের খবর, রাজারহাটের ওই বহুতলটিতে আগে একটি কারখানা ছিল। তিনমাস আগে সেটি ভাড়া নিয়েছিল একটি সংস্থা। পুলিশকে স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িতে দিনভর বিভিন্ন বয়সের মেয়েদের যাতায়াত লেগে থাকতো। প্রায় প্রতিদিনই আসতো বিভিন্ন পার্সেলও।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফোনে বন্ধুত্ব তৈরির পর ভিডিওকলে অশ্লীল ছবি দেখানো হত। পরে সেই রেকর্ডিং দেখিয়েই ব্ল্যাকমেল করা হত সংশ্লিষ্ট বন্ধুকে। কীভাবে এই ডেটিং অ্যাপ তৈরি করা হল, কারা কারা যুক্ত, চক্রের আর কোনও প্রতারণার কারবার রয়েছে কিনা, তদন্তে সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।