শেষ আপডেট: 8th August 2023 08:56
দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় অনাস্থা বিতর্কে (no confident motion) তৃণমূলের কাছের মানুষ হয়ে উঠতে চাইল বিজেপি (BJP-TMC friendship)। ইন্ডিয়া জোটে চিড় ধরাতে সরকারের দিক থেকে প্রথম তর্কেই নিশিকান্ত দুবে বোঝাতে চাইলেন, কংগ্রেস কখনও তৃণমূলের ভাল চায়নি। বিজেপি চেয়েছে।
জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূলের বনিবনার অভাবের সুবিধা গত ৯ বছর ধরে পেয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি। ২০১৪ সালের পর থেকে লাগাতার বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে, সংসদে কক্ষ সমন্বয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থেকেও নেই। কখনও ভোটাভুটিতে অনুপস্থিত থেকে তৃণমূল মোদী সরকারের সুবিধা করে দিয়েছে। কখনও কংগ্রেস জেপিসি গঠনের দাবি সংসদ অচল করলে তার আপত্তি জানিয়েছে জোড়াফুল।
কিন্তু এই প্রথম সংসদে কংগ্রেস ও তৃণমূল যে অভিন্ন হৃদয় হয়ে বিরাজমান। সংসদের বাইরেও তাই। বিরোধী জোট ইন্ডিয়াতে কংগ্রেস-তৃণমূল, রাহুল-মমতা রসায়ন এখন বেশ আঁটোসাটো। যেখানে মমতাকে মর্যাদা দিচ্ছেন সনিয়া গান্ধী, আবার মমতা বলছেন, আমাদের প্রিয় রাহুল!
এ দিন সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে বিজেপির পক্ষ থেকে প্রথমে বক্তৃতা দিয়েছেন নিশিকান্ত দুবে। তাঁর তর্কে নিশিকান্ত তৃণমূলের সাংসদদের উদ্দেশে বলেন, আপনারা কেন কংগ্রেসের সঙ্গে রয়েছেন? বাংলায় আপনাদের সরকার গঠনের নেপথ্যে আমাদেরও কিছু অবদান ছিল। সিঙ্গুর আন্দোলনের সময়ে রাজনাথ সিংহ-সহ বিজেপির নেতারা আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। বরং কংগ্রেসই নারদ কাণ্ড, সারদা ইত্যাদি করে আপনাদের পিছনে লেগেছিল।
এটা ঠিক যে সিঙ্গুর আন্দোলনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন, তখন রাজনাথ কলকাতায় এসেছিলেন। তখন বিজেপির সভাপতি ছিলেন রাজনাথ সিং। তবে নারদ কাণ্ড ফাঁস হয়েছিল, ২০১৬ সালে। পরবর্তীকালে সেই কাণ্ডের জন্য তৃণমূলেরই প্রাক্তন সাংসদ কেডি সিংয়ের বিরুদ্ধে আঙুল উঠেছিল। যে কেডি সিংয়ের সঙ্গে বিজেপিরও ঘনিষ্ঠতা ছিল।
তবে সারদা কাণ্ড ইউপিএ জমানায় হয়েছিল। সেই সময়ে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁদের মামলার ভিত্তিতেই চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই তদন্তের সময়ে অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল।
নিশিকান্তের বক্তব্য নিয়ে তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, ইন্ডিয়া জোটকে যে বিজেপি ভয় পাচ্ছে তা পরতে পরতে বোঝা যাচ্ছে। তাই প্রথম বক্তৃতা থেকেই ফাটল ধরানোর চেষ্টায় নেমেছে।
আরও পড়ুন: শেষ বলে ছয় মারতে চায়, ইন্ডিয়া জোটকে অনাস্থা বিতর্কের আগে খোঁচা মোদীর