সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু তৃণমূলের
শেষ আপডেট: 28th July 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক মাস পরে, ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস। সেই দিনকে সামনে রেখেই সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচারে নামল তারা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সাজ সাজ রব শুরু হয়ে গেল। 'বাকি মাত্র এক মাস', এই স্লোগানের সঙ্গে কত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো বিভিন্ন ছবির সঙ্গে শুরু হল প্রচার। সোশ্যাল মিডিয়ার বাইরেও অবশ্য প্রচার চলছে ১৮ অগস্ট উদযাপনের।
জানা গেছে, এবারেই প্রথম ২৮ অগস্টের জন্য পোস্টার তৈরি হচ্ছে টিএমসিপি-র। ১ অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে তার আনুষ্ঠানিক প্রকাশ হবে। এই দিনের জন্য তৈরি হয়েছে নতুন গানও। সব মিলিয়ে টিএমসিপি-র অন্দরে তৎপরতা তুঙ্গে। এবার যেন বেশিই আনন্দের সঙ্গে পালন হবে প্রতিষ্ঠা দিবস।
২৮ অগস্ট রাজ্য থেকে জেলা, সংগঠনের প্রতিটি স্তরে উদযাপন হবে সাফল্য দিবস। এই প্রথম রাজ্যজুড়ে পড়ুয়াদের নিয়ে শিবির করবে টিএমসিপি। সব মিলিয়ে তিনটি প্রশিক্ষণ শিবির হবে, মালদহ, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে। সব শিবিরেই থাকবেন শীর্ষ নেতারা। যুবদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখবেন তাঁরা।