শেষ আপডেট: 28th August 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের বিরুদ্ধে শীঘ্রই বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইনে পাশ করানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মেয়ো রোডের সভা থেকে মমতা বলেন, "রাজ্যের হাতে আইন থাকলে আমরা অনেক আগেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতাম। কিন্তু অনেক অপেক্ষা করেছি। আর নয়। আগামী ১০ দিনের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশনে ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল আনব। রাজ্যপালের কাছে পাঠাব।"
রাজ্যপালকে 'রাজাবাবু' বলে কটাক্ষ করে মমতা বলেন, "আমি জানি রাজাবাবুর কাজ। উনি যদি বিল না পাশ করেন তাহলে মেয়েরা রাজভবনের সামনে গিয়ে বসে থাকবে।"
সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক মহিলা কর্মী। সেই প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "আপনার বিরুদ্ধে তো রাজভবনেরই এক কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। লজ্জা করে না!"
ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনের সপক্ষে সওয়াল করে এদিনের মঞ্চে অভিষেক বলেন, "দফা এক, দাবি এক, ধর্ষণ বিরোধী আইন আনা হোক। আগামীদিনে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনুক।" অভিষেক এও বলেন, "রাতারাতি নোটবন্দি, লকডাউন করতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন আনা হচ্ছে না কেন? আমরা চাই যারা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত, তাদের সমাজে থাকার অধিকার নেই।"
ওই প্রসঙ্গ টেনে মমতা বলেন, "অভিষেক ঠিকই বলেছে। বিজেপি কেন ফাঁসির জন্য কঠোর সাজা আনছে না। আসলে ওরা জানে, তাতে ওদের সব লোক জেলে ঢুকে যাবে।" মুখ্যমন্ত্রী এও বলেন, "যাঁরা ধর্ষম করবে তাঁদের একমাত্র শাস্তি ফাঁসি, এই একটা কাজ করলে সব ঠান্ডা হয়ে যাবে।"।
এরপরই ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির দাবিতে এদিনের মঞ্চ থেকে দলের একাধিক কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল নেত্রী। তিনি জানান, আগামী শুক্রবার রাজ্যের প্রতিটি কলেজের গেটে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে টিএমসিপি বিক্ষোভ দেখাবে। পরের দিন অর্থাৎ শনিবার ব্লকে ব্লকে মিছিল হবে। ১ সেপ্টেম্বর মেয়েরা ধর্ষণের আইন বদলের দাবিতে প্রতিটি এলাকায় মিছিল করবেন।