শেষ আপডেট: 22nd August 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: প্রতিষ্ঠা দিবসের আগে মহিলাদের জন্য একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট চালু করল বন্ধন ব্যাঙ্ক। নাম দিল ‘অবনী’। একই সঙ্গে ব্যাঙ্কের তরফে চালু করা হয়েছে নতুন কাস্টমার লয়ালটি প্রোগ্রাম 'বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস'। যেখানে গ্রাহকরা 'ডিলাইট পয়েন্টস' অর্জন করে কেনাকাটার জন্য ব্যবহার করতে পারবেন। পাশাপাশি একাধিক বিশেষ অফারও উপভোগ করতে পারবেন।
শুধুমাত্র মহিলা গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সেভিংস অ্যাকাউন্ট ‘অবনী’। যেখানে লকার ভাড়ার উপর ২৫% ছাড় পাওয়া যাবে। এবং গোল্ড লোনের প্রসেসিং ফিতে থাকবে ৫০% ছাড়। এরই সঙ্গে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কভারেজ এবং অন্যান্য বিমা সুবিধাও দেবে ‘অবনী’। অন্যদিকে 'বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস' দিচ্ছে গ্রাহকদের পুরস্কার অর্জন এবং তা ব্যবহার করার সুযোগ-সহ একাধিক বিশেষ অফার।
সংস্থার তরফে জানানো হয়েছে ‘অবনী’ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গেই গ্রাহকরা একটি বিশেষ ডেবিট কার্ড পাবেন। যা বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, ১০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, সাড়ে ৩ লাখ টাকার হারানো কার্ডের আর্থিক নিরাপত্তা দেবে। এবং বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের মাইলস্টোন-ভিত্তিক খরচের উপর ছাড় দেবে। অন্যদিকে এতে লকার ভাড়ার উপর, গোল্ড লোনের প্রসেসিং ফিতে, এবং বিউটি ও ওয়েলনেস প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড়ও পাওয়া যায়।
‘বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস’-এ গ্রাহকরা বিভিন্ন কার্যক্রম যেমন অ্যাকাউন্ট খোলা, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য ডিলাইট পয়েন্টস অর্জন করতে পারবেন। যা রিডিম করে ভ্রমণ ও থাকার ব্যবস্থা, পণ্য, বিনোদন-সহ একাধিক পুরস্কার এবং একচেটিয়া অফার উপভোগ করতে পারবেন। গ্রাহকরা চাইলে তাঁদের জমা হওয়া ডিলাইট পয়েন্টস, এয়ার মাইলস-এও পরিবর্তন করতে পারবেন।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সেকিউটিভ অফিসার (অন্তর্বর্তী কালীন) রতন কুমার কেশ বলেন, “একটি সর্বজনীন ব্যাঙ্ক হিসাবে বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন গ্রাহকদের চাহিদা মেটাতে গত নয় বছরে আমরা পণ্য সামগ্রীকে আরও শক্তিশালী করেছি৷ মহিলারা সবসময় আমাদের এই পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যাঙ্কের সাফল্যে অবদান রেখেছেন৷ আমাদের মহিলা গ্রাহকদের প্রতি সম্মান জানিয়ে, আমাদের প্রতিষ্ঠা দিবসে তাঁদের জন্য ‘অবনী’ লঞ্চ করার পরিকল্পনা করেছি। অন্যদিকে আমাদের মূল্যবান গ্রাহকদের থেকে বছরের পর বছর ধরে যে আনুগত্য, বিশ্বাস এবং সমর্থন পেয়েছি তার কথা মাথায় রেখে আনা হয়েছে ‘বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস’।
বন্ধন ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বব্বর বলেন, “আবনী’র মাধ্যমে, আমরা শুধুমাত্র মহিলা গ্রাহকদেরই যে আর্থিক এবং চাহিদা পূরণ করছি তা নয়। বরং ব্যাঙ্কিং পরিষেবায় সামগ্রিক উন্নতিও করছি। আমরা ‘বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস’ চালু করতে পেরে আনন্দিত। যার লক্ষ্য হল গ্রাহকদের পুরস্কৃত করা এবং ব্যাঙ্কিং পরিষেবার গুরুত্ব বাড়ানো। তাঁরা আশাবাদী, এই দুই স্কিমই বন্ধনকে সবার থেকে আলাদা করবে। সংস্থা এবং গ্রাহকদের মধ্যে এক দীর্ঘমেয়াদী আনুগত্য তৈরি করবে।