শেষ আপডেট: 19th December 2023 14:48
দ্য ওয়াল ব্যুরো: গৌরীপ্রসন্ন মুখোপাধ্যায়ের কথায় ও রাহুল দেব বর্মনের সুরে আশা ভোঁসলের একটি পুজো অ্যালবাম বেরিয়েছিল আটের দশকের গোড়ায়। সে গানের কথা ছিল, ‘ফুলে গন্ধ নেই এতো ভাবতেও পারি না...।’
বিধানসভায় এবার যেন তেমনই অবস্থা। ফুলের প্রদর্শনী শুরু হবে শুক্রবার ২২ ডিসেম্বর থেকে। বরাবর সেই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বনমন্ত্রী উপস্থিত থাকেন। এক সময়ে থাকতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এবার উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বনমন্ত্রীর নামই নেই।
বিধানসভার অলিন্দে এ নিয়ে গুঞ্জন ও নস্টালজিয়ার স্রোত দুটোই সমান্তরালভাবে বইছে। গত বছর ফুলের প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে মনোজ্ঞ নাচ ও গান হয়েছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনু্ষ্ঠান মঞ্চে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুও ছিলেন। সেই সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায়।
বিধানসভায় ফুলের প্রদর্শনী নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় #TheWallBangla #BimanBanerjee #FlowerShow #assembly pic.twitter.com/xhNsceTv4s
— The Wall (@TheWallTweets) December 19, 2023
হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন তাঁর কোনও অনুগামী বসিরহাট থেকে ১০ কেজি কাঁচাগোল্লা এসে দিয়ে গেছিলেন বিধানসভায়। সেই কাঁচাগোল্লার প্যাকেট খোলা হয়েছিল বিধানসভায় তাপস রায়ের ঘরে। বাড়ির বিধিনিষেধ তোয়াক্কা না করে প্রায় আড়াইশ গ্রাম কাঁচাগোল্লা একাই খেয়ে নিয়েছিলেন তাপসবাবু। সেই ঘরে বসে থাকা সাংবাদিকরাও আড্ডা দিতে দিতে বসিরহাটের কাঁচাগোল্লায় রসনা তৃপ্ত করেছিলেন। সেই মিষ্টি শেষ হতে না হতেই জ্যোতিপ্রিয় অর্ডার দিয়েছিলেন ফিশফ্রাই। নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বরে এক রেস্তোরাঁ থেকে এসেছিল কলকাতা ভেটকির মস্ত সাইজের সব ফিশ ফ্রাই।
কংগ্রেস ঘরনারা রাজনীতি বরাবরই এরকম। খেয়ে পড়ে আড্ডা দিয়ে গল্প করে সকলের সঙ্গে মিলে মিশে চলে। অনেকটাই মুক্ত ও উদার পরিবেশ। জ্যোতিপ্রিয় সেই ঘরানার রাজনীতিতেই বড় হয়েছিলেন। তবে সেদিন সকলকে বসিরহাটের কাঁচাগোল্লা খাওয়ালেও নিজে খাননি।
রাজ্য আইনসভার অনেকে বলছেন, ফুলের প্রদর্শনীতে প্রতি বছর রঙের যেমন বদল ঘটে, পুরনো ফুল ঝরে গিয়ে নতুন ফোটে, তেমনই যেন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় এই প্রদর্শনীতে বরাবর থাকতেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ গ্রেফতার হওয়ায় গত বার প্রদর্শনীতে তিনি ছিলেন না। এখন রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন বালু। এবার তিনি থাকবেন না।
তবে বালু না থাকলেও বিধানসভা ফুলে সাজাতে আয়োজনের ত্রুটি রাখছেন না বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার মালি দ্য ওয়ালকে জানিয়েছেন, এবার যে সব ফুল লাগানো হয়েছে তার মধ্যে রয়েছে—ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, জিনিয়া, পিটুনিয়া, আন্টিনামা, পেঞ্জি, ডায়েনথাস, হলিহক, চেরি গোল্ড, কালানথা, ক্লার্ক ইয়া, বেগোনিয়া, মাছি গাঁদা, অ্যাসটার, কান্ডেসন ভার্ভেনা, গ্ল্যাডিউলাস, জারবেরা, স্টেসিয়াম ও ইম্প্রেশন।