শেষ আপডেট: 13th May 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্সের নামকরা জুয়েলারি ব্র্যান্ড পিসি চন্দ্র জুয়েলার্সের সাব ব্র্যান্ড 'পিসিসি লাইটস' তাদের ফ্ল্যাগশিপ স্টোর রিলঞ্চ করল কলকাতার মানি স্কোয়ার মলে। সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হল এই ফ্ল্যাগশিপ স্টোরের।
ফিতে কেটে এই স্টোরটির উদ্বোধন করেন পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর এ.কে. চন্দ্র। ২০২০ সালে পিসিসি লাইটসের এই শোরুমটি খোলা হয় কলকাতার মানি স্কোয়ার মলে। সেই শোরুমটিকেই আবার নতুন রূপে হাজির করা হল জুয়েলারিপ্রেমী মানুষদের জন্য।
মানি স্কোয়ার মলে পিসিসি লাইটসের এই শোরুমটি প্রায় ১৫০০ স্কোয়ার ফুটের। এই স্টোরে থাকছে বিভিন্ন ধরনের লাইট ওয়েট জুয়েলারির কালেকশন। ক্লাসি জুয়েলারি থেকে শুরু করে লাইট ওয়েট জুয়েলারি, রোজ পরে যাওয়ার মতো জুয়েলারিও পাওয়া যাবে এখানে। ইয়ংস্টারদের জন্যেও রয়েছে দারুণ দারুণ কালেকশন।
২২ ক্যারেটের সোনার গয়না, ডায়মন্ডস, ১৪ ক্যারেটের সোনার গয়না, 'রিহি'র অথেনটিক সিলভার জুয়েলারি, লিটিল জুয়েলস, বাচ্চাদের গয়নার দুর্দান্ত কালেকশনের পাশাপাশি ছেলেদের গয়নারও এক বিপুল কালেকশন রয়েছে এখানে। যেকোনও উত্সবে অনুষ্ঠানে পরার জন্য এবং উপহার দিতে পি সি চন্দ্র জুয়েলার্সের পিসিসি লাইটসের কালেকশনে নিশ্চিন্তে হাত বাড়াতে পারেন।