শেষ আপডেট: 26th April 2024 17:21
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রীড়াঙ্গনে মৈত্রীর ছবি। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেই ম্যাচে পাকিস্তানের তারকা শাহজাব রিন্ধ হারিয়েছেন ভারতের রবি সিংকে।
ওই ম্যাচের পরে দেখা গিয়েছে পাক খেলোয়াড় ভারতের পতাকা উড়িয়েছেন। তিনি এর কারণ হিসেবে মৈত্রীর কথা তুলে ধরেছেন। শাহজাব মিডিয়া প্রতিনিধিদের বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল নয়। আমার লক্ষ্য, দুই দেশের মধ্যে মৈত্রীর সেতুবন্ধন করা, সেই কারণে লড়াইয়ে জিতে প্রথমে নিজেদের দেশের পতাকা উড়িয়েছি, তারপর ভারতের পতাকা। সবাই আমাকে সমর্থন করেছে। শাহজাব আরও বলেছেন, লড়াই তো মাঠে হয়, রিংয়ে হয়, তারপর আমাদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। ক্যারাটেতে এই লড়াই দেশের জন্য ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির জন্য। সবাই আমার পাশে থাকুন।
শাহজাব দুবাইতে প্রশংসিত হলেও দেশে ফিরে সমালোচিত হচ্ছেন। পাক সরকারের মন্ত্রীদের অনেকেই ওই ক্রীড়াবিদের সমালোচনা করে বলেছেন, কোনও দরকার ছিল না ভারতের পতাকাকে সামনে আনার। ওই ক্রীড়াবিদের শান্তি প্রতিষ্ঠাকে অন্য চোখে দেখছে পাক সরকার।
ক্যারাটের লড়াইয়ে অবশ্য ভারতের রবি সিংকে এককথায় উড়িয়ে দিয়েছেন পাক প্রতিপক্ষ। সেই লড়াই নিয়ে কিছু না বললেও পাক খেলোয়াড়ের ভারত-প্রীতি যে অনেকদিনের, সেটিও গোপন করেননি। শাহবাজ বলেছেন, ভারতের সিনেমা দেখে বড় হয়েছি। সলমন খান আমার ফেভারিট, তাই যে দেশের তারকাদের এত ভালবাসি, তাদের সম্মান বজায় রাখাও যে কোনও ক্রীড়াবিদের অগ্রাধিকার পাওয়া উচিত।