শেষ আপডেট: 22nd August 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর নিয়ে নতুন আন্দোলনের ডাক দিলেন রিমঝিম সিনহা ও র্তাঁর সহযোগীরা। বৃহস্পতিবার তাঁরা বলেছেন, ১২ দিন কেটে গেল, আরজিকর নিয়ে বিচার অধরা। শিক্ষার্থী চিকিৎসককে ধর্ষণ-খুনে যুক্তরা কেউ ধরা পড়েনি।
এক বিবৃতিতে তাঁরা বলেছেন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট, প্রায় ১২ দিন কেটে গেল, সুবিচার আসেনি। আরজিকরের ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করাও হয়নি।
আগামী রবিবার, ২৫ তারিখ, আমরা সকলে বাড়ির ছাদে, পাড়ায়, ক্লাবে বেগুনি পতাকা, যা নারী আন্দোলনের পতাকা, তা উত্তলন করব। দেখিয়ে দেব, কত শত মানুষ এই আন্দোলনে আছেন, সমর্থন করছেন, নারী পুরুষ নির্বিশেষে।
এতদিন ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান ক্লাবের পতাকা উড়িয়েছি, উড়িয়েছি ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা। এবার উড়বে নারীদের পতাকা।
সকলে পতাকায় লিখুন #মেয়েরা_রাতের_দখল_নাও
#আর_জি_করের_বিচার_চাই
রাতে সকলে টর্চ লাইট জ্বালান, একসঙ্গে, একযোগে, রাত ১০টা থেকে। টর্চ এতদিন ছিল 'রাত পাহারার' প্রতীক। এবার এই টর্চকে আমরা রাত দখল আন্দোলনের প্রতীকে বদলে দেই!
আরজি কর নিয়ে গত ১৪ অগাস্ট রিমঝিমের ডাকেই বাংলা-সহ গোটা দেশে যে রাত দখলের আন্দোলন সংঘঠিত হয় তার ডাক দিয়েছিলেন রিমঝিম। তিনিই প্রথম ফেসবুকে জানিয়েছিলেন, কেউ না এলে আমি একাই ১৪ অগাস্ট রাতে রাস্তায় একা থাকব। নিজের নিরাপত্তা আমি নিজেই নিশ্চিত করব। সেই পোস্ট সমর্থন করে বহু মানুষ সংহতি জানান। তৈরি হয় ভারতে জন-আন্দোলনের নয়া ইতিহাস।