শেষ আপডেট: 16th June 2023 08:56
দ্য ওয়াল ব্যুরো: ফাদার্স ডে আসতে মাঝে আর মাত্র একদিন। জুনের দ্বিতীয় রবিবারে বাবাকে উপহার দেওয়ার মাধ্যমেই 'হ্যাপি ফাদার্স ডে' উইশ করতে চান অনেকেই। তবে কী উপহার দেওয়া যায় তা ভেবে ঠিক করতেই সময় চলে যায়।
এমনিতে সন্তানের প্রয়োজনে বাবারা নিজেদের উজাড় করে দিলেও নিজের জন্য কিছু কেনার অভ্যাস নেই অনেক বেশিরভাগ বাবারই। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু কিনলে খুশির বদলে স্বভাব মতোই রেগে যেতে পারেন বাবারা। সেক্ষেত্রে ফাদার্স ডে তে এমন উপহারই দেওয়া উচিত যা কাজে লাগে।
ফাদার্স ডে-তে বাবাদের দেওয়ার জন্য এমনই ৭ প্রয়োজনীয় উপহারের সন্ধান রইল
আরামকেদারা
অবসরপ্রাপ্ত বাবাদের সময় কাটানোর প্রিয় অভ্যাস বই পড়া অথবা গান শোনা। সেক্ষেত্রে মুড়ে রাখা যায় এমন আরামকেদারা কিনে দিতে পারেন বাবাকে। সেখানে শুয়ে নিশ্চিন্তে বই পড়া বা গান শোনা যে উপভোগ করবেন বাবা তা নিশ্চিন্তে বলা যায়।
জার্সি
ক্রিকেট বা ফুটবল প্রেমী বাবাদের জন্য সেরা উপহার হতে পারে প্রিয় দলের জার্সি। অনেক সময়ই বাবা ছেলে অথবা বাবা মেয়ে জুটি একইসঙ্গে খেলা দেখতে বসেন প্রিয় দলের। সেক্ষেত্রে পছন্দের দলের জার্সি পরে একইসঙ্গে খেলা দেখার আনন্দ যেন বেড়ে যাবে কয়েক গুণ।
ওয়ালেট
নিজেদের ওয়ালেটে ছেলে মেয়ের ছবি রাখেন প্রায় সব বাবাই। ফলে, পুরনো ওয়ালেটের বদলে নতুন সুন্দর ডিজাইনের ওয়ালেট যদি উপহার দেওয়া যায় এই ফাদার্স ডে-তে তবে তা প্রয়োজনীয়ও হবে পাশাপাশি সন্তানের আবেগ জড়ানো থাকবে সেই ওয়ালেটে।
ঘড়ি
নিজের প্রথম রোজগারে বাবাকে কিনে দেওয়া যেতেই পারে একটি দামি ঘড়ি। একই সঙ্গে প্রয়োজনীয় ও আকর্ষণীয় উপহার হিসেবে ঘড়ির কোনও বিকল্প নেই। দীর্ঘদিন ধরে একই ঘড়ি ব্যবহার থেকে এই ফাদার্স ডে-তেই মুক্তি দেওয়া যেতে পারে বাবাকে।
বেল্ট
বাবাকে দেওয়ার জন্য উপহার হিসেবে সুন্দর একটি চামড়ার বেল্ট হতেই পারে ফাদার্স ডে-র অন্যতম উপহার। অনেকেই পছন্দ করেন নানা ডিজাইনের বেল্ট সংগ্রহ করতে। সেই একই অভ্যাস যদি আপনার বাবারও থাকে তবে সেই সংগ্রহে আরও একটি নতুন রকমের বেল্ট যোগ করা যেতেই পারে।
পাওয়ার ব্যাঙ্ক
ফোন চার্জ দেওয়ার কথা প্রায়ই মনে থাকে না বাবাদের। ফলে, রাস্তায় কোনও দরকারে বেরোলে ফোন সুইচ অফ হয়ে যায় আর তখন চিন্তায় পড়েন বাড়ির লোক। সেই কারণে এমন ভুলোমনা বাবাদের উপহার দেওয়া যেতেই পারে পাওয়ার ব্যাঙ্ক। এতে সুইচ অফ হলেও রাস্তাতেই ফোন চার্জ দিয়ে নেওয়া যাবে।
সুগন্ধী
বাবাকে তাঁর পছন্দের ব্র্যান্ডের সুগন্ধী উপহার দিলে সেই উপহার অত্যন্ত 'স্পেশাল' হয়ে থাকবে তাঁর কাছে। সেই সুগন্ধীর মধ্যে দিয়েই বাবা সন্তানের সম্পর্কটা আরও একটু আন্তরিক হয়ে উঠতে পারে।
ফাদার্স ডে-তে বাবাকে নিজের হাতে বানিয়ে খাওয়াতে চান? বানিয়ে ফেলুন এগলেস ম্যাঙ্গো কেক