Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Fathers Day Special Menu

বাবাকে পাঁচতারা হোটেলে ট্রিট দিতে চান?তাজের  রেস্তরাঁগুলোতে রয়েছে ফাদার্স ডে স্পেশাল মেনু

এই ফাদার্স ডে'তে বাবাকে নিয়ে যান তাঁর মনপসন্দ কোনও রেস্তোরাঁয়।

বাবাকে পাঁচতারা হোটেলে ট্রিট দিতে চান?তাজের  রেস্তরাঁগুলোতে রয়েছে ফাদার্স ডে স্পেশাল মেনু

ফাদার্স ডে উদযাপন করুন তাজের সঙ্গে

শেষ আপডেট: 11 June 2024 09:36

দ্য ওয়াল ব্যুরো: মুখ বুজে খেটে যাওয়া, নিজের জন্য কিছু না কিনে পরিবার-স্ত্রী-সন্তানদের সব বিলিয়ে দেওয়া, হাজারো চিন্তা মাথায় নিয়ে জীবনে এগিয়ে চলা, অক্লান্ত পরিশ্রম করেও মুখে হাসি রাখা এবং মেয়েদের জীবনের অন্যতম সাপোর্ট সিস্টেমের নাম বাবা। কোনওদিন যদি শুনে ফেলে, বিশেষ কোনও খাবার খেতে ইচ্ছে করছে , সেদিন না হলেও  দু'এক দিন পর হলেও সেই খাবার নিয়ে হঠাৎই হাজির বাবা। কী তাই তো!

পৃথিবীর সমস্ত বাবাই মনে হয় এমন। আর সন্তান হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আগামী ১৬ই জুন ফাদার্স ডে। বাবা-মাকে নিয়ে আলাদা করে উদযাপন করার দিনের প্রয়োজন আছে বৈকি। তাই এই ফাদার্স ডে'তে বাবাকে নিয়ে যান তাঁর মনপসন্দ কোনও রেস্তোরাঁয়। সেখানে গিয়ে জমিয়ে খাওয়াদাওয়া করুন। আর সেটা যদি হয় ফাইভ স্টারে তাহলে তো ব্যস বাবার দিল খুশ আপনিও খুশ। 

এবার চলুন দেখে নিই  কলকাতায় তাজের কোন কোন রেস্তোরাঁয় ফাদার্স ডে স্পেশ্যাল কী অফার চলছে। 

১) তাজ বেঙ্গল (ক্যাল ২৭)

 তাজ বেঙ্গলের অন্যতম বিখ্যাত রেস্তোরাঁ হল ক্যাল ২৭। ১৬ তারিখ দুপুর ১২:৩০টা থেকে ৩:৩০টে পর্যন্ত ক্যাল ২৭-এ চলবে ফাদার্স ডে স্পেশ্যাল আয়োজন। এখানে থাকছে লাইভ পিৎজা সেকশন, পাস্তা, গ্রিল স্টেশন, সি ফুড স্টেশন, বিভিন্ন রকমের রোস্ট। তাছাড়া রয়েছে আলাদা করে ডেসার্ট সেকশনও। 

এইসবকিছু থাকছে তাজ বেঙ্গলের ক্যাল ২৭ রেস্তোরাঁয়। শুধু খাবার খেলে খরচ পড়বে ২৫০০ টাকা + ট্যাক্স। আর যদি ড্রিঙ্কস নিতে চান তাহলে খরচ পড়বে ৩৪০০ টাকা + ট্যাক্স।  

২) তাজ সিটি সেন্টার নিউটাউন (শামিয়ানা) 

তাজ সিটি সেন্টারের শামিয়ানা রেস্তোরাঁর কথা তো সবাই জানে। নিজের জীবনের স্পেশ্যাল এবং আসল হিরোর সঙ্গে উদযাপন করার জন্য একটি গ্র্যান্ড ব্যুফের আয়োজন করেছে শামিয়ানা। দুপুর ১২:৩০টা থেকে ৩:৩০টে পর্যন্ত এই রেস্তোরাঁয় চলবে ব্যুফে অফার। খাবার সহ সফট ড্রিঙ্কস মিলিয়ে জন প্রতি খরচ পড়বে ২২০০ টাকা + ট্যাক্স। আর খাবারের সঙ্গে হার্ড ড্রিঙ্কস মিলিয়ে জন প্রতি খরচ পড়বে ২৫০০ টাকা + ট্যাক্স।  

৩) তাজ তালকুটির (লেক ভিউ লাউঞ্জ)

কলকাতা শহরের বুকে খুলে গেছে নতুন ফাইভ স্টার রিট্রিট তাজ তালকুটির। তাজ তালকুটিরের রেস্তোরাঁ লেক ভিউ লাউঞ্জেও চলবে ফাদার্স ডে স্পেশ্যাল খাওয়া দাওয়া। 'ফাদার্স ডে হাই টি' চলবে জুনের ১৪ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত। সময় বিকেল ৪টে থেকে ৭টা। 

মেনুতে থাকছে 'কান্ট্রি চিক' ডেলিকেসিস। গ্র্যান্ডফাদার্স হ্যাম স্যান্ডউইচ, কর্নিশ পেস্ট্রিস, কান্ট্রি ফ্রাইড চিকেন, স্কটিশ প্রন ককটেল, এম্পানাডাস, চিকেন ইন ব্ল্যাঙ্কেট, মিট পাই সহ আরও অনেককিছু। খরচ পড়বে মাথা পিছু ৯৯৫ টাকা + ট্যাক্স। 

৪) ভিভান্তা কলকাতা, ইএম বাইপাস (মিন্ট)

বাবাকে যদি খাওয়াদাওয়ার সঙ্গে একটা সুন্দর সন্ধে উপহার দিতে চান তাহলে যেতে হবে ভিভান্তা কলকাতার নিজস্ব রেস্তোরাঁ মিন্টে। 

ফাদার্স ডে স্পেশ্যাল ব্রাঞ্চের আয়োজন করা হয়েছে এখানে ১৬ জুন। সময় দুপুর ১২:৩০টা থেকে ৩:৩০টে। ইন হাউস শেফ দিয়ে রান্না করানো হবে জিভে জল আনা সমস্ত ধরনের খাবার। খরচ মাথা পিছু ২০০০ টাকা + ট্যাক্স। 

৫) রাজকুটির (ইস্ট ইন্ডিয়া রুম)

রাজকুটির কলকাতার রেস্তোরাঁ ইস্ট ইন্ডিয়া রুম ফাদার্স ডে স্পেশ্যাল মাল্টি ক্যুইজিন মেনু নিয়ে হাজির আপানাদের সকলের জন্য। মেনুতে থাকছে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন এবং লোকাল খাবারও। এছাড়া থাকছে ফাদার্স ডে স্পেশ্যাল পেস্ট্রি, একটা সুন্দর কার্ড বাবার জন্য। 

খরচ পড়বে মাথা পিছু ১৭৯৯ টাকা + ট্যাক্স। আর যদি ৬ বছর থেকে ১২ বছরের মধ্যে কোনও বাচ্চা সঙ্গে থাকে তাহলে তাদের মাথা পিছু খরচ পড়বে ৮৯৯ টাকা + ট্যাক্স।


ভিডিও স্টোরি