শেষ আপডেট: 18th June 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সারা বিশ্ব জুড়ে চলছে আন্তর্জাতিক পিতৃ দিবসের আবহ। সবাই বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন নানাভাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে ফাদার্স ডে-র সঙ্গে জড়িয়ে ইস্টবেঙ্গলকে কটাক্ষ করা হয়েছে, তাতে অনেকেই মানতে পারছেন না।
ময়দানে যেন আচমকা ফিরে এসেছে ডার্বির আবহ। যেখানে মোহন-ইস্টের লড়াই ফুটে উঠেছে। রবিবার সকালে মোহনবাগান সুপার জায়ান্টসের টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আইএসএলে খেলা ছয়টি কলকাতা ডার্বির ক্লিপিংস।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘এই ফাদার্স ডে-তে আরাম করে বসে হিরো আইএসএলের ৬টি কলকাতা ডার্বিতে মোহনবাগানের জয় উপভোগ করুন।”
ক্যাপশনে কী করে ফাদার্স কথাটিকে ইচ্ছে করে আনা হল, সেই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে, ফুটবলের ডার্বির সঙ্গে ফাদার্স ডে-র কী সম্পর্ক!
কলকাতা ময়দানের এই দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। কিন্তু এমন একটি বিশেষ দিনে লাল হলুদ সমর্থকদের কটাক্ষ করা হয়েছে, এটা ভেবেই যে দলকে দিশা দেখানোর কেউ নেই। বাবার কাজই হল সন্তানদের ঠিক পথে নিয়ে যাওয়া। সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে নেই। না হলে দিনের পর দিন এভাবে ব্যর্থতা চলতে পারে না।
মোহনবাগান সমর্থকরা, পেজের অ্যাডমিনের রসবোধের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘এ তো ভয়ানক পোস্ট। অ্যাডমিনের প্রশংসা করতেই হবে।’ লাল হলুদ সমর্থকদের অবশ্য ভালই গায়ে লেগেছে। তাঁরাও সমালোচনা করতে ছাড়েননি।
টানা ছয়টি ডার্বিতে লাল হলুদের ব্যর্থতাকে মনে করাতেই এমন প্রয়াস নেওয়া হয়েছে, সেটিও বলা হয়েছে।