শেষ আপডেট: 18th June 2023 13:56
দ্য ওয়াল ব্যুরো: জুন মাসের তৃতীয় সপ্তাহের রবিবার মানেই ফাদার্স ডে। বাবার বকাঝকা থেকে যত্ন সবটার জন্যই একবার ধন্যবাদ জানানোর দিন। আর এই বিশেষ দিনে বলিউড তারকারা অনেকেই শুভেচ্ছা জানালেন তাঁদের প্রিয় মানুষটিকে। কেউ নিজের বাবাকে বললেন হ্যাপি ফাদার্স ডে আবার কেউ কেউ স্বামী অর্থাৎ নিজের সন্তানের বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।
দেখে নেওয়া যাক আল্লু অর্জুন থেকে বিপাশা বসুরা কীভাবে শুভেচ্ছা জানালেন ফাদার্স ডে'র
আল্লু অর্জুন
দক্ষিণী তারকা আল্লু অর্জুন তাঁর বাবাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন তাঁর বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন বাবা। অন্যান্য বাবাদেরও শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।
করিনা কাপুর
নিজের দুই সন্তান তৈমুর এবং জেহ-এর বাবাকে অর্থাৎ সইফ আলি খানকে শুভেচ্ছা জানালেন করিনা। সইফের মতো সকল 'কুল' বাবাদের ফাদার্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
সানি লিয়ন
নিজের তিন সন্তানের বাবা অর্থাৎ স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সবচেয়ে ভাল বাবা বলে ঘোষণা করলেন অভিনেত্রী সানি লিয়ন। পুরো পরিবারের মজাদার ছবিও দিয়েছেন তিনি।
শ্যানন
বাবা কুমার শানুকে নিজের বাবা ও নিজের গুরু বলে ফাদার্স ডে-তে শ্রদ্ধা জানিয়েছেন কন্যা শ্যানন। তিনি লেখেন সব নায়কদের নায়কের পোশাক পরতে হয় না। অর্থাৎ তাঁর বাবা যে তাঁর চোখে হিরো এমনটাই বোঝাতে চেয়েছেন শ্যানন
টুইঙ্কল খান্না
স্বামী অক্ষয়ই তাঁর দেখা সর্বশ্রেষ্ঠ বাবা, এমনটাই দাবি অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্নার। অক্ষয়কে বিয়ে করার অন্যতম কারণ ছিল যে তিনি একজন খুব ভাল বাবা হবেন, এমনটাই বক্তব্য টুইঙ্কলের। পাশাপাশি, ৫০ বছরেও অক্ষয় যতটা সুপুরুষ সেই চেহারা তাঁর সন্তানরা পেলে তিনি খুশি হতেন বলে জানান টুইঙ্কল।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার ফ্যাশন মডেল! ধুতি-পাঞ্জাবিতে নয়া অবতারে রাশভারী বিচারপতি