শেষ আপডেট: 18th June 2023 12:43
দ্য ওয়াল ব্যুরো: আজ সেই মানুষগুলোকে উদযাপন করার দিন যাঁদের উপর দায়িত্ব সবথেকে বেশি অথচ তাঁদের বায়না সবথেকে কম। আজ সেই মানুষগুলোকে উদযাপন করার দিন যাঁরা দিন রাত এক করে কাজ করার পর বাড়ি ফিরে নিজের পরিবারকে সময় দিতে ভোলেন না। আজ সেই মানুষগুলোকে উদযাপন করার দিন যাঁকে রোজ উদযাপন করা দরকার। আজ ফাদার্স ডে অর্থাৎ বাবাদের দিন।
চলুন দেখে নিই বলিউডের এমন দশটি বাবা মেয়ের জুটি যা নিত্যদিনই আশেপাশেই দেখা যায়।
দক্ষিণী অভিনেতাদের চোখ কপালে তোলা পারিশ্রমিক! শীর্ষে এই ৬ নায়ক
'কুইন' অর্থাৎ রানি। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটি দেখায়, একজন বাবা তাঁর মেয়েকে রানির মতো সুখী দেখার জন্য কী কী করতে পারেন। ছবিটিতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত এবং বাবার ভূমিকায় যোগেন্দ্র টিকু। ছবিতে দেখা যায়, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বাবার পূর্ণ সমর্থনে রানি একাই নিজের হানিমুনে ঘুরতে যান ইউরোপে।
২০২০ সালের 'পঞ্চায়েত' সিরিজটি দর্শকদের অন্যতম পছন্দের। প্রধানজি অর্থাৎ ব্রিজভূষণ একজন আদর্শবাদী সাধারণ বাবা, যিনি তাঁর মেয়েকে সবসময় খুশি দেখতে চান এবং তাঁর জন্য সবকিছু করতেও রাজি।
আংরেজি মিডিয়াম ছবিটি এক মেয়ের স্বপ্নের প্রতি বাবার অটল সমর্থনের মর্মস্পর্শী গল্প বলে। বাবার চরিত্রে ইরফান খান এবং মেয়ের চরিত্রে রাধিকা মদনের এই জুটি দর্শকের থেকে অনেক প্রশংসা পেয়েছে।
শানদার ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। বাবা-মেয়ের জুটি বিপিন (পঙ্কজ কাপুর) এবং ইশা (আলিয়া ভাট)কে ঘিরে এই ছবিতে দেখা যায় বাবা কেবল অভিভাবক নন, বন্ধুও হতে পারেন।
পিকু বললেই মনে পরে সেই জেদি বাবা ভাস্করকে (অমিতাভ বচ্চন) আর তাঁর স্বাধীনচেতা মেয়ে পিকুকে (দিপীকা পাড়ুকোন)। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবির মূল গল্পটাই হল বাবা-মেয়ের এক অদ্ভুত অথচ সুন্দর সম্পর্ক। ভাস্করের আদর্শ এবং পিকুর ধৈর্য যেন ছবির প্রাণ।
২০১৭ সালে মুক্তি পাওয়া 'বরেলি কি বরফি' ছবিটি একটি রোমান্টিক কমেডি। ছবিটি মেয়ে বিট্টি (কৃতী স্যানন) এবং তার বাবা নরোত্তম (পঙ্কজ ত্রিপাঠি)-এর মধ্যে সম্পর্ককে অন্বেষণ করে। নরোত্তম একজন যত্নশীল বাবা যিনি তাঁর মেয়ের সুখদুঃখতে সঙ্গে থাকেন। এই মিষ্টি অভিভাবকত্বের সম্পর্কই দর্শকদের মন জয় করেছে।
গুঞ্জন সাক্সেনা প্রথম ভারতীয় মহিলা, যিনি যুদ্ধবিমান বাহিনীর অফিসার হিসেবে স্বীকৃতি পান। গুঞ্জনের বাবা অনুপ সাক্সেনার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, যিনি সামাজিক নিয়ম এবং লিঙ্গ বৈষম্য সত্ত্বেও তাঁর সন্তানকে নিজের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করেন। ২০২০ সালে মুক্তি পায় গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল। বাবা মেয়ের এক অভিনব রসায়ন নিয়ে তৈরি এই ছবি।
থাপ্পড়। ২০২০ সালে মুক্তি পাওয়া ছবিটি সমাজের এক কঠিন সমস্যার কথা তুলে ধরে। গার্হস্থ্য হিংসা এখনকার দিনে দাঁড়িয়ে বেড়েই চলেছে, এর সমাধান কখনও মুখ বুজে সবটা মেনে নেওয়া নয় বরং তার বিরুদ্ধে আওয়াজ তোলা। এই ভাবধারার উপরেই বানানো ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন কুমুদ মিশ্রা এবং মেয়ের ভূমিকায় তাপসী পান্নু।
'এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লগা' ছবিটি মুক্তি পায় ২০১৯ সালে। ছবিটি সমকামিতা নিয়ে কথা বলে। মানুষ কাকে ভালবাসবে সেই স্বাধীনতা নিয়ে কথা বলে এই ছবি। বাবার ভূমিকায় অনিল কাপুরকে দেখা গেছে একজন আধুনিক চিন্তাধারার মানুষ হিসেবে যিনি নিজের সন্তানের সিদ্ধান্তকে সম্মান করেন এবং বোঝেন।
২০১৬ সালে মুক্তি পাওয়া 'দঙ্গল' ছবিটি এখনও সবার মনের আঙিনায় রয়ে গেছে। ছেলের থেকে কিছু কম নয় একটি মেয়ে, এমনই চিন্তার প্রকাশ পায় এই ছবিতে, যা দর্শকের মন এক নিমেষে জয় করে নিয়েছে। বাবার ভূমিকায় আমির খানের সন্তানদের পাশে থাকার অভিনয় দুর্দান্ত। ছবিটি ক্রীড়াবিদ ববিতা ও গীতা ফোগাটের জীবনের উপর নির্মিত।