শেষ আপডেট: 23rd July 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর খুলে পড়ল পাখা! ঘটনায় জখম হল চার ছাত্রী। পান্ডুয়া রাধারানি গার্লস হাইস্কুলে মঙ্গলবার দুপুরে টিফিনের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে ছাত্রীদের মধ্যে।
স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন খাচ্ছিল ছাত্রীরা।হঠাৎই একটি পাখা মাথার উপর খুলে পড়ে। আহত হয় চার ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। দুজনকে স্ক্যান করানোর জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত এক ছাত্রীর বাবা রেজ্জাক মোল্লা বলেন, "স্কুলের টিফিনের সময় ঘরে বসে টিফিন করছিল মেয়েরা। হঠাৎ করেই মাথার উপর একটি পাখা ভেঙে পড়ে। রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান।"
এই ঘটনায় হইচই পড়ে যায় ক্লাসে। যন্ত্রণায় চিৎকার করতে থাকে ওই ছাত্রীরা। অন্য ছাত্রীরাও ভয়ে চিৎকার শুরু করে দেয়। ছুটে যান স্কুলের দিদিমণিরা। সঙ্গে সঙ্গে সবাই মিলে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যান আহত ছাত্রীদের। দুজনের মাথায় আঘাত লাগায় স্ক্যান করানো জরুরি হয়ে পড়ে। তারপরেই ওই দুই ছাত্রীকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে।