শেষ আপডেট: 26th July 2023 06:23
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন (eighth pay commission) গঠনের কোনও পরিকল্পনা এখনই নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কর্মচারী (central government employees) ও পেনশনভোগীদের বেতন ও পেনশন বৃদ্ধির কাঠামো বদলের কোনও ভাবনা সরকারের নেই। যদিও সরকারের অন্য একটি সূত্র ইঙ্গিত করেছে, লোকসভা ভোটের আগে আগে সরকার সুখবর শোনাতে পারে। এছাড়া বিজেপির নির্বাচনী ঘোষণা পত্রেও আকর্ষণীয় প্রতিশ্রুতির কথা শোনাতে পারে দল। সম্ভবত সেই কারণেই গুরুত্বপূর্ণ কিন্তু স্পর্শকাতর ঘোষণাটি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে দিয়ে না করিয়ে অর্থ প্রতিমন্ত্রীকে দিয়ে করানো হয়েছে।
বেতন কমিশন আসলে সময় ও কাজের গুরুত্ব বিচার করে বেতন কাঠামো বদলের সুপারিশ করে থাকে। সেই সঙ্গে বিশেষ ভাতা ইত্যাদির বিষয়েও সুপারিশ করে থাকে কমিশন। তবে সরকারের আর্থিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তাদের সুপারিশ করতে হয়।
যদিও কমিশনের সুপারিশ সরকার মানতে বাধ্য নয়। তেমনই দশ বছর পর পর বেতন কমিশন গঠনেও সরকার বাধ্য নয়। যদিও এটাই রীতি। একই ভাবে রাজ্য সরকারগুলিও তাদের কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন পাচ্ছেন। কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন কমিশন গঠন না করে সরকার নিজেই নতুন বেতন কাঠামো তৈরি করতে পারে, এমন আভাস দিয়েছেন কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী। মনে করা হচ্ছে করোনা পরবর্তী আর্থিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বেতন কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত সরকার এড়িয়ে যাচ্ছে। তবে ভোটের অঙ্কে সিদ্ধান্ত বদলও হতে পারে।
আরও পড়ুন: ছেলেমেয়েদের বৃত্তির টাকা দিল্লি ফেরত চলে যাবে, কেউ বাকি পড়ল কি? জেলাকে খুঁজতে বলল নবান্ন