শেষ আপডেট: 16th October 2023 23:45
দ্য ওয়াল ব্যুরো: পুজো মণ্ডপের চারিদিকে থিক থিক করছে কালো মাথার ভিড়। ভিড় দেখে বোঝা দায় দ্বিতীয়া নাকি সপ্তমী! সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রতিমা দর্শনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল উত্তর থেকে দক্ষিণ কলকাতায়।
স্বাভাবিকভাবেই এদিন সন্ধে থেকে ভিড় সামলাতে রীতিমতো নাকাল হতে হয় ট্রাফিক পুলিশ থেকে সিভিক ভলান্টিয়ারদের। ভিড়ের বহর দেখে একরাশ উদ্বেগ নিয়ে পুলিশ কর্তারাও বলছেন, দ্বিতীয়াতে এই অবস্থা হলে অষ্টমী, নবমীতে কী হবে!
উত্তর কলকাতার লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা এবং মণ্ডপ দেখতে ফি বারের মতো এবারেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে সেই মহালয়ার দিন থেকেই। অভিনেত্রী বিদ্যা বালনের হাত ধরে মহালয়ায় উদ্বোধন হয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের। ইতিমধ্যে মণ্ডপ ঘুরে গিয়েছেন তারকা খেলোয়াড় রোনাল্ডিনহো। সোমবার বিকেলের পর থেকে প্রতি ঘণ্টায় যেন ভিড় বেড়েছে শ্রীভূমিতে। দ্বিতীয়াতেই লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে দর্শনার্থীদের। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভিড়ও।
পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও। দক্ষিণের অন্যতম পুজো মণ্ডপ সুরুচি সংঘে সোমবার সন্ধে থেকেই রীতিমতো জনতার ভিড় দেখা গিয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সুরুচি সংঘের মণ্ডপ দর্শকদের জন্য খোলা হবে বুধবার অর্থাৎ চতুর্থী থেকে। তবু যদি প্রতিমা ও মণ্ডপ দেখা যায়, এই আশায় সন্ধে থেকেই ভিড় জমাতে দেখা গিয়েছে দর্শনার্থীদের। তথৈবচ হাল চেতলা, অগ্রনীর মতো মণ্ডপগুলিতেও।
দ্বিতীয়াতে এই বিপুল জনারণ্যের কারণ কী? প্রসঙ্গত, শুধু শহর কলকাতা নয়, এদিনের ভিড়ে দেখা গিয়েছে আশেপাশের জেলার লোককেও। দর্শনার্থীদের সিংহভাগের বক্তব্যই, তৃতীয়া, চতুর্থী থেকে ভিড় আরও বাড়বে। তাই ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শন ও মণ্ডপের কারুকাজ চাক্ষুষ করার তাগিদ থেকেই দ্বিতীয়াতে চলে আসা। তবে তাঁরা কেউই ভাবেননি দ্বিতীয়াতে এমন জনস্রোতের মুখোমুখি হতে হবে তাঁদের।