শেষ আপডেট: 17th October 2023 17:38
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার তৃতীয়া। মহালয়ার পর থেকেই কলকাতা শহরের বেশিরভাগ প্যান্ডেলই খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। ইতিমধ্যেই ভিড়ের গুঁতোয় নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশের। কিন্তু ভিড় হলেও মানুষের উৎসাহে ভাটা পড়েনি। বরং শহরের উত্তর ঠিক দক্ষিণ, তাঁরা চষে ফেলছেন নানা অভিনব থিমের পুজো দেখতে। আজ দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চত্বর এবং আশেপাশের এলাকার এমন ৬টি পুজোর সন্ধান দেব, যেগুলো না দেখলে কিন্তু ২০২৩ সালের পুজো অসম্পূর্ণই রয়ে যাবে।
১) রাজডাঙা নব উদয় সংঘ
কসবা এলাকায় এলে অবশ্যই দেখতে হবে রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো। ৩০ হাজার ইট দিয়ে তৈরি এই প্যান্ডেল দেখলে অবাক হয়ে যেতে হয়। এবারের পুজোর থিম 'পরম্পরা'। আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধনে সেজে উঠেছে এই পুজো।
২) একডালিয়া এভারগ্রিন
একডালিয়া এভারগ্রিনের এবারের পুজোর থিম মহারাষ্ট্রের জৈন মন্দির। সূক্ষ্ম হাতের কাজ, সঙ্গে রংবেরঙের কাচ দিয়ে সাজানো ছিমছাম প্যান্ডেল একবার হলেও ঘুরে দেখতে হবেই।
৩) সিংহি পার্ক
একডালিয়া এভারগ্রিন দেখা হয়ে গেলে রস্তা গড়িয়াহাট ব্রিজের তলা দিয়ে রাস্তা পেরিয়ে ওপারে গেলেই পেয়ে যাবেন আরও একটা দুর্দান্ত পুজো। সিংহি পার্কের পুজো এবার ৮৩ বছরে পা দিল। তাঁদের এবারের ভাবনা 'নকশিঘরে পুতুল রাজ'। রাজস্থানের পুতুল নাচের আদলে তৈরি এবারের প্যান্ডেল দেখলে মুগ্ধ না হয়ে পারা যাবে না।
৪) হিন্দুস্তান পার্ক সর্বজনীন
সিংঘী পার্ক দেখা হয়ে গেলেই একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন কলকাতার বড় বড় দুটো পুজো। হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজোর এবারের ভাবনা 'আলতা রাঙা পায়ের ছোঁয়ায়, প্রান এল মোর জীবনে'। পুরো প্যান্ডেলটাই বাঁশ বেঁধে বানানো নানা আকারের নৌকা দিয়ে সাজানো হয়েছে। গড়িয়াহাট চত্বরের পুজো দেখতে গেলে এই প্যান্ডেল লিস্টে রাখা মাস্ট।
৫) হিন্দুস্তান ক্লাব সর্বজনীন
হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখা হয়ে গেলে পাশের গলি দিয়ে একটু হেঁটে গেলেই দেখতে পাবেন হিন্দুস্তান ক্লাবের পুজো। হিন্দুস্তান ক্লাব সার্বজনীন কমিটির এবারের থিম 'প্রান'। প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলের মূল দ্বার। মাটির টব এবং গাছ দিয়ে সাজানো প্যান্ডেলের বাইরের অংশ। অন্দরমহল আলো-আঁধারি। সেখানেই রয়েছে মাতৃমূর্তি।
৬) ত্রিধারা সম্মিলনী
সবশেষে যেটা না দেখলেই নয় তা হল ত্রিধারা সম্মিলনী। প্রতি বছরের মত এই বছরেও ত্রিধারার প্যান্ডেল কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। ত্রিধারা সম্মেলনী দুর্গাপুজোর প্যান্ডেল পাইপ এবং আলো দিয়ে সাজানো হয়েছে। সঙ্গে তো রয়েছে মায়ের অপরূপ মূর্তি।