শেষ আপডেট: 5th December 2023 17:31
দ্য ওয়াল ব্যুরো: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রচেষ্টায় পি.সি.সেন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জে চালু হল 'প্রভাত ডায়াগনস্টিক সেন্টার'। এটি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিএসআর (সোশ্যাল কর্পোরেট রেস্পন্সিবিলিটি) প্রকল্পের অন্তর্গত। অনুষ্ঠানে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি এবং সিইও শুভঙ্কর সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিরেক্টর জয়িতা সেনও। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসার অরুণাভ সেনগুপ্ত, ডা. এমএস মাইতি, ওই এলাকার স্বাস্থ্যধ্যক্ষা শিখা রায় সহ আরও অনেকে।
এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্য মূলত গ্রামবাংলার গরিব মানুষদের অল্প খরচে সঠিক চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদান করা। এখানে রয়েছে এক্স-রে, নিউরো, ইউএসজি, কার্ডিওর মতো আরও বিভিন্ন পরীক্ষা করার সুযোগ। কেবল ৯৯৯ টাকায় ৫৬ ধরনের পরীক্ষা করার সুযোগ রয়েছে প্রভাত ডায়াগনস্টিক সেন্টারে।
এছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের নিজেদের পায়ে দাঁড় করানোর উদ্দেশ্যে এখানে তৈরি হচ্ছে নার্সিং কলেজও। ভবিষ্যতে মেডিক্যাল সেন্টার এবং প্যারামেডিক্যাল ইন্সটিটিউট তৈরি করারও পরিকল্পনা রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের।
ফিতে কেটে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়ে যাওয়ার পর পল্লব বন্দোপাধ্যায়ের বেহালাবাদন দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে উপস্থিত সকল অতিথিদের নিজ নিজ অভিজ্ঞতা শুনে শেষ হয় অনুষ্ঠান।