শেষ আপডেট: 11th December 2023 20:26
দ্য ওয়াল ব্যুরো, বহরমপুর: বাইক চালিয়ে বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে এসেছিলেন। বেশ খানিকক্ষণ অপেক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করাতে ডায়গনস্টিক সেন্টারের ভিতরে ঢোকেন। এরপর ইসিজি করাতে গিয়েই মৃত্যু হয় ওই ব্যক্তির। এমনকী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফেলে আসা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার বহরমপুরের একটি ডায়গনস্টিক সেন্টারে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
মৃত ব্যক্তির নাম প্রণব কুমার মণ্ডল। বছর পঁয়তাল্লিশের প্রণববাবু মুর্শিদাবাদের বড়ঞা থানার নবদুর্গা গ্রামের বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার বাইক চালিয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে আসেন তিনি। এরপর ডাক্তারের পরামর্শ মতো ইসিজি সহ বেশ কয়েকটি পরীক্ষা করাতে তিনি পাশের ডায়গনস্টিক সেন্টারে যান।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ডায়গনস্টিক সেন্টারে ঢোকার সময়েও সুস্থ ছিলেন প্রণববাবু। কিন্তু এরপর কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়েই ধোঁয়াশায় রয়েছেন সকলে। ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রণববাবুর বাড়িতে খবর দেওয়া হয় যে তিনি অসুস্থ এবং তাঁকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পরবর্তী সময়ে বাড়ির লোক যখন হাসপাতালে পৌঁছন ততক্ষণে প্রণববাবুর মৃত্যু হয়েছে। এদিকে ডায়গনস্টিক সেন্টার এই মৃত্যুর কোন দায় নিতে চায়নি। এমনকী কোনও রকম প্রেসক্রিপশন বা কাগজপত্র দিতেও অস্বীকার করে তারা। মৃতের আত্মীয়দেরকে কোনওরকম সহযোগিতা করেনি বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সোমবার ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে মৃতের আত্মীয়দের বচসা বাঁধে। পরে মৃতের আত্মীয়রা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অসুস্থতার কারণে প্রণববাবুর মৃত্যু হয়েছে তা মেনে নিতে রাজি নয় পরিবারের সদস্যরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ সিসিটিভি ফুটেজ সহ সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনাটির তদন্ত শুরু করেছে।