শেষ আপডেট: 9th July 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মিসাইল হামলা চালাল রাশিয়া! তিন জন শিশুজ-সহ নিহত হয়েছেন অন্তত ৩৭ জন। জখম অগুনতি। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বহু। সবচেয়ে নিন্দনীয় হামলা বলে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, ফল ভুগতে হবে রাশিয়াকে।
জানা গেছে, নিরাপত্তা সংক্রান্ত চুক্তির কারণে এখন পোল্যান্ডে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে বসেই এই হামলার খবর পান তিনি। টুইট করে লেখেন, 'রাশিয়ার নৃশংস মিসাইল হানা। ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতালে হামলা হয়েছে। টার্গেট করা হয়েছে ছোট ছোট ক্যানসার রোগীদের!'
In Ukraine today, 37 people were killed, three of whom were children, and 170 were injured, including 13 children, as a result of Russia’s brutal missile strike.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 8, 2024
A Russian missile struck the largest children's hospital in Ukraine, targeting young cancer patients. Many were… pic.twitter.com/V1k7PEz2rJ
সোমবার রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালায় রাশিয়া। ওই শিশু হাসপাতাল এবং আশপাশের বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে। ধুলো-ধোঁয়ায় ঢেকেছে বাতাস। হাসপাতাল চত্বর জুড়ে শুধুই হাহাকার। গত দু'বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে এমন আক্রমণের ঘটনা বারবার ঘটেছে, ফুটে উঠেছে তীব্র নৃশংসতার ছবি। তবে সোমবারের ঘটনা যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।
জানা গেছে, রাশিয়ার এই মিসাইল হামলায় ক্যানসার ওয়ার্ড এবং ইনটেনসিভ কেয়ার ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শয্যাশায়ী বহু বাচ্চাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বহু ছবি, যাতে দেখা যাচ্ছে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মা-বাবার কোলে হাসপাতালের বাইরে বসে রয়েছে শিশুরা।
Do Russians still not understand that Ukraine is probably going to spend 30 years hunting each and every Russian responsible for these things?
— Jay in Kyiv (@JayinKyiv) July 8, 2024
It's likely going to make Mossad look like the Teletubbies.
Children's hospital, Kyiv. pic.twitter.com/nYgz6M1NLV
প্রসঙ্গত, সোমবারই রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জানা গেছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামিয়ে, আলোচনায় সমাধান খোঁজার আবেদন জানান মোদী। তার পরেই ইউক্রেনের উপরে ফের হামলা চালাল রাশিয়।