শেষ আপডেট: 11th August 2023 10:05
দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় তিনি ভিলেন, কিন্তু বাস্তব জীবনে যেন গরিবদের মসিহা সোনু সুদ (Sonu Sood)। করোনাকালে তাঁর সমাজসেবার কথা এখনও মনে রেখেছে গোটা দেশবাসী। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে দুঃস্থ পরিবারের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী জোগাড় করে দেওয়া—সবেতেই এগিয়ে এসেছিলেন সোনু। আর এবার তিনি ফের এগিয়ে এলেন বিহারের (Bihar) এক বৃদ্ধের সাহায্য করতে। ১২ লাখ টাকার লোন (debt) শোধ করার জন্য অভিনেতা যেভাবে এগিয়ে এসেছেন, তা দেখে অনেকেই সোনুকে সাধুবাদ জানাচ্ছেন।
বৃদ্ধের নাম খিলানন্দ ঝা (৬৫)। সোনুর সমাজসেবার কথা তিনি দীর্ঘদিন ধরেই খবরের কাগজে পড়েছেন বা টিভিতে দেখেছেন। কেন অভিনেতাকে ‘গরিবের মসিহা’ বলা হয়, তাও বুঝেছেন বিলক্ষণ। তাই বিপাকে পড়তেই তিনি সোজা মুম্বই গিয়ে সোনুর কাছে হাত পাতেন। খুলে বলেন গোটা ঘটনা। বৃদ্ধের এই আর্থিক বোঝার কথা মন দিয়ে শোনেন সোনু। এরপরই তিনি সাহায্যের ডালি নিয়ে এগিয়ে আসেন।
জানা গিয়েছে, একবছর আগে খিলানন্দ ঝার স্ত্রী মিনতি পাসোয়ানের স্ট্রোক হয়ে শরীর প্যারালাইসড হয়ে যায়। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি তাঁকে। কয়েকদিনের মধ্যেই মারা যান তিনি। এদিকে স্ত্রীর চিকিৎসা জন্য ১২ লাখ টাকা ধারদেনা করে ফেলেন ওই বৃদ্ধ ও তাঁর ছেলে। এদিকে যাঁদের থেকে তাঁরা ধার নিয়েছিলেন তাঁরাও তাগাদা দিতে শুরু করেন। তাই শেষে সাহায্য চেয়ে বাপ-ছেলে মিলে মুম্বইয়ে সোনুর অফিসে গিয়ে দেখা করেন।
সেখানেই গোটা বিষয়টি খুলে জানানোর পর সোনু তাঁদের আর্থিক দুরবস্থার কথা বুঝতে পারেন। এবং সাহায্যের জন্য এগিয়ে আসেন। সূত্রের খবর, দেনার পুরো টাকাটা অভিনেতা নিজেই তুলে দিয়েছেন খিলানন্দ ঝার হাতে।
অজয় দেবগণের বোন দীপিকা পাড়ুকোন, নতুন ‘সিংহম’-এ কোন চরিত্রে অভিনেত্রী