শেষ আপডেট: 26th January 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে হৃতিক রোশনের 'ফাইটার'। প্রথম দিনেই বক্স অফিসে বিশ্বব্যাপী ৩৬ কোটির বেশি উপার্জন করেছে। পর্দায় দীপিকার সঙ্গে চুটিয়ে প্রেম করতে দেখা গেছে অভিনেতাকে। পর্দার বাইরেও অবশ্য প্রেমিক হিসেবে যথেষ্ট নামডাক আছে হৃতিকের।
সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বেশ অনেকদিন। এখন গায়িকা-অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন অভিনেতা। জন্মদিনে প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে ছবি দেন, তাতেই শিলমোহর পড়ে সম্পর্কের গুঞ্জনে।
ছবির স্পেশাল স্ক্রিনিং-এ দেখা যায় হৃতিকের প্রাক্তন ও বর্তমানকে এক ছাদের তলায়। ১২ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে এক বছরের বেশি সময় ধরে আছেন 'কৃষ'। তবে সাবা ও সুজানের আগেও অভিনেতার প্রেমিকাদের তালিকা বেশ দীর্ঘ।
করিনা কাপুর
'ম্যায় প্রেম কী দিওয়ানি হু' ছবির শুটিং থেকে প্রেমের সূচনা। কানাঘুষোয় শোনা যায় যে হৃতিকের জন্য নিজের অভিনয়ও ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন কাপুর-কন্যা। কিন্তু সম্পর্ক শেষ অবধি টেকে না। অভিনেতাও একটি সাক্ষাৎকারে জানান, সময়টা সঠিক ছিল না, তাই টিকল না। উনি চান দুজনেই যেন তাঁরা ভালো থাকেন।
বারবারা মোরি
'কাইটস' ছবির শুটিং-এর সময় দেখা হয় এই বিদেশিনীর সঙ্গে। বারবারা মোরি ও তার ছেলের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় হৃতিককে। অভিনেত্রীর জুহুর ফ্ল্যাটের ভাড়াও নাকি কিছু মাস গুনেছিলেন তিনি। গুজব রটেছিল বারবারার ২ কোটি টাকার ভ্যানিটি ভ্যানটাও নাকি হৃতিকেরই উপহার!
ক্যাটরিনা কইফ
'ব্যাং ব্যাং' ছবিতে অভিনয়ের সময়ে ক্যাটরিনার সঙ্গেও নাম জড়িয়েছিল হৃতিকের। তবে তার কোনও প্রমাণ তেমন পাওয়া যায়নি। একটা সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত ওপর ওপর কিছু কথা বলেন, জানান, 'একজন নায়িকার সঙ্গে মানালিতে শুটিং করছিল হৃতিক। তখন তার সঙ্গে অ্যাফেয়ারের খবর ছড়িয়ে যায়।' সূত্রের খবর দুজনেই যেহেতু অন্য সম্পর্কে আগে থেকেই ছিলেন তাই আর এগোননি।
কঙ্গনা রানাউত
'কৃষ ৩'-এর শুটিং-এর সময় দুজনের প্রেমের সূচনা হয় বলেই শোনা যায়। খুব কম সময়ের জন্য হলেও দুজনের সম্পর্কের খবর সবার কাছে প্রচলিত ছিল। তবে এই প্রেম পর্বের শেষটাও সুখের হয়নি। কঙ্গনার মানসিক সমস্যা আছে, এমন কথা বলে সম্পর্কের ইতি ঘটান হৃতিক।