শেষ আপডেট: 7th September 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সেনা ছাউনির ভিতর এক নাবালিকাকে ধর্ষণ করে গর্ভনিরোধক পিল খাইয়ে দেওয়ার অভিযোগে এক সেনা জওয়ানকে ২৫ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালত। এক লক্ষ টাকা জরিমানাও করা হল। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
একইসঙ্গে বিচারক ওই নাবালিকা এবং তাঁর পরিবারকে ৩ লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিশেষ পক্সো আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী। এই মামলায় নাবালিকা, চিকিৎসক, পুলিশ সহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
পক্সো আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ২০২২ সালের ৭ মে ঘটনা। ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সেনা বাহিনীতে কর্তব্যরত এক জওয়ানকে গ্রেফতার করে জলপাইগুড়ির বানারহাট থানার অধীনে থাকা বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। এরপর প্রায় আড়াই বছর ধরে মামলা চলে। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর শনিবার অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড দেন বিচারক।
অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে দারস্থ হবেন তাঁরা। সেখানে নিশ্চয়ই তাঁর মক্কেল সুবিচার পাবে।